মাদুরাই সালতানাত
মা'বার সুলতানাত (ফার্সি: مابار سلطنت), বেসরকারীভাবে মাদুরাই সুলতানাত হিসাবে পরিচিত, ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরে অবস্থিত একটি স্বল্পকালীন স্বাধীন রাজ্য ছিল। ১৩৩৫ সালে মাদুরাইয়ের ভাইসরয়, জালালউদ্দিন আহসান খান দিল্লী সুলতান থেকে স্বাধীনতার ঘোষণা দিলে সালতানাত প্রতিষ্ঠিত হয়। আহসান খান ও তাঁর বংশধর ১৩৭৮ সাল পর্যন্ত মাদুরাই ও তার আশেপাশের অঞ্চল শাসন করেছিলেন, যা শেষ সুলতান আলাউদ্দিন সিকান্দার শাহ কুমার কাম্পানার নেতৃত্বাধীন বিজয়নগর সাম্রাজ্যের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের মাধ্যমে শেষ হয়।[1] ৪৩ বছরের এই সংক্ষিপ্ত রাজ্যে, সুলতানিতে ৮ জন আলাদা আলাদা শাসক ছিল।
মা'বার সালতানাত | |||||
مابار سلطنت | |||||
| |||||
রাজধানী | মা'বার | ||||
ভাষাসমূহ | ফারসি (দাপ্তরিক) | ||||
ধর্ম | ইসলাম (দাপ্তরিক) | ||||
সরকার | রাজতন্ত্র | ||||
রাষ্ট্রপতি | |||||
- | ১৩৩৫–১৩৩৯ | জালালউদ্দিন আহসান খান | |||
- | ১৩৬৮–১৩৭৮ | সিকান্দার খান | |||
ইতিহাস | |||||
- | সংস্থাপিত | ১৩৩৫ | |||
- | ভাঙ্গিয়া দেত্তয়া হয়েছে | ১৩৭৮ | |||
বর্তমানে অংশ | ![]() | ||||
সতর্কীকরণ: "মহাদেশের" জন্য উল্লিখিত মান সম্মত নয় |
তথ্যসূত্র
- Majumdar, R.C. (ed.) (২০০৬), The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.