মাইনুর রেজা চৌধুরী

বিচারপতি মাইনুর রেজা চৌধুরী (২৩ জুন ১৯৩৮ - ২৬ জুন ২০০৪)[1] বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ১২-তম প্রধান বিচারপতি

মাননীয় প্রধান বিচারপতি
মাইনুর রেজা চৌধুরী
১২তম বাংলাদেশের প্রধান বিচারপতি
কাজের মেয়াদ
১৮ জুন ২০০২  ২২ জুন ২০০৩
পূর্বসূরীবিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী
উত্তরসূরীবিচারপতি কে. এম. হাসান
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৩ জুন ১৯৩৮
মনাকষা গ্রাম, শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, ব্রিটিশ রাজ (বর্তমান: বাংলাদেশ)
মৃত্যু২৬ জুন ২০০৪
ঢাকা, বাংলাদেশ
নাগরিকত্ব বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী[1]
সন্তানবুশরা হাসিনা (কন্যা)[2]
লামিয়া চৌধুরী (কন্যা)[2]
বাসস্থানঢাকা
প্রাক্তন শিক্ষার্থীলিংকনস্‌-ইন
পেশাআইন
জীবিকাআইনবিদ
ধর্মইসলাম

জন্ম ও পারিবারিক পরিচিতি

মাইনুর রেজা চৌধুরীর জন্ম ১৯৩৮ সালের ২৩ জুন তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামে।[2] তার পিতার নাম মুরতুজা রেজা চৌধুরী; তিনি প্রখ্যাত রাজনীতিবিদ এবং জনহিতৈষি ছিলেন।[3] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী তার স্ত্রী; বুশরা হাসিনা ও লামিয়া চৌধুরী নামে তাদের দুটি কন্যা-সন্তান রয়েছে।[2]

শিক্ষাজীবন

মাইনুর রেজা চৌধুরী ১৯৭২ সালে যুক্তরাজ্যের লিংকনস্‌-ইন থেকে বার আ্যট ল' ডিগ্রি লাভ করেন।[1]

কর্মজীবন

মাইনুর রেজা ১৯৭৩ সালে হাইকোর্টে আইনজীবি হিসাবে কাজ শুরু করেন এবং ১৯৯০ সালে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে এবং ২০০০ সালে আপীল বিভাগে নিয়োগ পান।[1]

২০০২ সালের ১৭ জুন তারিখে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ১২-তম প্রধান বিচারপতি হিসাবে মাইনুর রেজা চৌধুরীকে নিয়োগ প্রদান করেন এবং তিনি ২০০২ সালের ১৮ জুন তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন[1] ও ২০০৩ সালের ২২ জুন তারিখে ৬৫ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।[4]

রচনাবলী

পুরস্কার ও সম্মাননা

মৃত্যু

সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা ২০০৪ সালের ২৬ জুন তারিখে মৃত্যুবরণ করেন।[1][2][5]

আরো দেখুন

তথ্যসূত্র

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.