মাইকেল স্কোফিল্ড

মাইকেল স্কোফিল্ড মার্কিন সিরিয়াল ড্রামা টিভি ধারাবাহিক প্রিজন ব্রেকের প্রধান চরিত্র। চরিত্রটিতে রুপদান করেছেন ওয়েন্টওয়ার্থ মিলার। স্কোফিল্ড একজন নির্মাণ প্রকৌশলী। তার ভাই লিংকন বারোজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতির ভাই হত্যার অভিযোগে ফাঁসিয়ে দেয়া হয়। মূলত কোম্পানির চাপে এবং একটি ব্যক্তিগত স্ক্যান্ডাল ধামাচাপা দেয়ার জন্যই উপ-রাষ্ট্রপতি ক্যারোলিন তার ভাইকে অদৃশ্য করে দিয়ে এই মিথ্যা মামলা সাজায়। স্কোফিল্ড যখন বুঝতে পারে তার ভাই নির্দোষ এবং আইনের মাধ্যমে ভাইয়ের মুক্তি এক প্রকার অসম্ভব তখন সে ভিন্ন পন্থা অবলম্বন করে। ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ হয়ে যাওয়ার পর ফক্স রিভার জেলের নির্মাণগত মানচিত্র মেলে ধরে। মাস ব্যাপী পরিকল্পনার মাধ্যমে সে আবিষ্কার করে জেল পারানোর গোপন রাস্তা। অস্ত্রসহ একটি ব্যাংক ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছায় ধরা দেয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ভাইয়ের জেলে তাকেও নিয়ে যাওয়া হয়। তার সাজা ছিল ৫ বছরের কারাদণ্ড। সেখান থেকেই কাহিনীর শুরু। স্কোফিল্ডকে এখানে অস্বাভিক মেধা ও মানবীয় গুণে গুণান্বিত হিসেবে দেখা যায়।

প্রিজন ব্রেকের চরিত্র

মাইকেল স্কোফিল্ড
প্রথম আবির্ভাব:মৌসুম ১ পর্ব ১
মৌসুম:, ,
অভিনীত শিল্পী:ওয়েন্টওয়ার্থ মিলার
ডিলান মিনেট (বালক স্কোফিল্ড)
ডাকনাম: ফিশ
স্নোফ্লেক
প্রিটি
ওয়েইন মেরিক (মৌসুম ২ পর্ব ৯)
মাইকেল ক্রেইন (মৌসুম ২ পর্ব ১১)
সুপারস্টার
ওয়াটারবয়
ব্যাক নম্বর: ৯৪৯৪১
অপরাধ: অস্ত্রসহ ডাকাতির প্রচেষ্টা
সাজা: ৫ বছর
পেশা: প্রাক্তন নির্মাণ প্রকৌশলী
পরিবার: আলডো বারোজ (বাবা) (মৃত)
ক্রিস্টিনা রোজ স্কোফিল্ড (মা) (মৃত)
লিংকন বারোজ (ভাই)
এল জে বারোজ (ভাতিজা)
সমপর্কসমূহ: নিকা ভোলেক (প্রাক্তন স্ত্রী)
সারা টানক্রেডি (প্রেমিকা)
ভেরোনিকা ডোনোভান (পারিবারিক বন্ধু)(মৃত)

পটভূমি

আবির্ভাব ও বিচরণ

মৌসুম ১

মৌসুম ২

মৌসুম ৩

বৈশিষ্ট্য

ধারণা ও সৃষ্টি

নির্মাণ

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.