মহানারায়ণ উপনিষদ্
মহানারায়ণ উপনিষদ্ দুটি উপনিষদের নাম।
- তৈত্তিরীয় আরণ্যকের দশম অধ্যায়টি যজুর্বেদীয় মহানারায়ণ উপনিষদ্ নামে পরিচিত। এটির দুটি সংস্করণ পাওয়া যায়। একটি ৬৪টি অনুবাক-বিশিষ্ট দ্রাবিড় সংস্করণ এবং অপরটি ৮০টি অনুবাক-বিশিষ্ট অন্ধ্র সংস্করণ।[1]
- অথর্ববেদের সঙ্গে যুক্ত আরেকটি মহানারায়ণ উপনিষদ্ আছে। এটির বিষয়বস্তু একই। এটি ২৫টি খণ্ডে বিভক্ত।[2] এই উপনিষদের উপর নাম ত্রিপাদবিভূতি। এটি মুক্তিকা শাস্ত্রের তালিকাভুক্ত।
পাদটীকা
- Deussen, pp.247-8
- Deussen, p.248. Also, Bloomfield Concordance, Preface. Both cite Jacob 1888.
তথ্যসূত্র
- Paul Deussen, Sixty Upanishads of the Veda, (tr. V.M. Bedekar and G.B. Palsule), Vol. I, Delhi, Motilal Banarsidass, 1980
- G.A.Jacob (ed), The Mahānārāyaṇa-Upaniṣad of the Atharva-Veda, Bombay Sanskrit Series No. XXXV, Bombay 1888.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.