মনোপ্লেন

মনোপ্লেন হল এক জোড়া আড়ষ্ট ডানা (fixed wing) বিশিষ্ট আকাশ যান বা বিমান । মনোপ্লেনের সাথে তুলনীয় আকাশ যান বাইপ্লেন এবং ট্রাইপ্লেনের যথাক্রমে দুই জোড়া এবং তিন জোড়া আড়ষ্ট ডানা থাকে । বিংশ শতাব্দীর ত্রিশের দশকের শেষ দিকে মনোপ্লেনই ছিল সর্বাধিক প্রচলিত আড়ষ্ট ডানার আকাশ যান ।

নীচু ডানার মনোপ্লেন কার্টিস পি-৪০
মাঝামাঝি ডানা বিশিষ্ট ডি হাভিলান্ড ভ্যাম্পায়ার টি১১ ।
উঁচু ডানার ডি হাভিলান্ড [ড্যাশ ৮
।]]
parasol wing বিশিষ্ট মনোপ্লেন ।
parasol wing বিশিষ্ট মনোপ্লেনের সম্মুখ চিত্র

প্রকার ভেদ

বিমানের মূল দেহ কাঠামো বা fuselage এর সাথে ডানা জোড়া কিভাবে সংযুক্ত, তার উপর নির্ভর করে নিম্নরূপে মনোপ্লেনের শ্রেনীবিভাগ করা হয়:

  • নীচু ডানা: ডানার নিম্নপৃষ্ঠ দেহ কাঠামোর সাথে একই উচ্চতায়
  • মাঝামাঝি ডানা: দেহ কাঠামোর মাঝামাঝি জায়গায় ডানা সংযুক্ত
  • স্কন্ধ ডানা: দেহ কাঠামোর মধ্যখানের থেকে উপরে ডানা সংযুক্ত
  • উঁচু ডানা: ডানার ঊর্ধ্ব পৃষ্ঠ যখন দেহ কাঠামোর উপরিভাগের সাথে একই উচ্চতায়
  • parasol-wing: ডানা দেহ কাঠামোর সাথে সরাসরি যুক্ত নয় এবং গাঠনিক সমর্থন দেয়া হয় যখন strut এর মাধ্যমে অথবা (পুরান মডেলের ক্ষেত্রে) তারের মাধ্যমে

আরও দেখুন

বাইপ্লেন

ট্রাইপ্লেন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.