মনিকা (অভিনেত্রী)

মনিকা (জন্মসূত্রে মূলনাম: রেখা মারুথিরাজ)[1] (বর্তমান নাম এম.জি. রহিমা) হলেন একজন তামিল চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯০ সাল থেকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন এবং সালের প্রাথমিক পার্শ চরিত্রে অভিনয় করতেন এবং ২০০০ সাল থেকে তিঁনি প্রধান চরিত্রসমূহে অভিনয় শুরু করেন। ২০১২ সালে পারভানা নামে নামান্তরিত হন মালায়াম চলচ্চিত্রে অভিনয়ের জন্য।[2]

মনিকা
জন্ম
রেখা মারুথিরাজ

কত্তায়াম, কেরালা, ভারত
অন্যান্য নামমনিকা, পার্ভান
পেশাসাবেক অভিনেত্রী (চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন)
কার্যকাল১৯৯০–১৯৯৫; ২০০১–২০১৪

ইসলাম ধর্ম গ্রহণ

২০১৪ সালের ৩০শে মে মনিকা ইসলাম ধর্মের আদর্শে অণুপ্রাণিত হয়ে এম.জি. রহীমা নাম নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।[3][4] উক্ত দিনে কেএমভি স্টুডিওতে বাবা ও মার সহ উপস্থিতিতে একটি কনফারেন্সে তিনি সিনেমা জীবনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ইসলাম ধর্ম গ্রহণের কথা ঘোষণা করেন। তিনি বলেন, প্রেম কিংবা অর্থ সম্পর্কিত কোন কারণে তিনি ইসলাম গ্রহণ করেন নি, সেরকম কোন ব্যক্তিও তিনি নন| ইসলামের মূলনীতিতে অনুরক্ত ও উজ্জীবিত হয়েই মূলত তিনি ইসলাম গ্রহণ করেছেন। এছাড়াও পরবর্তীকালে আর কোন ছায়াছবিতে অভিনয় করবেন না বলেও তিনি আরও জানান।[5] এ সময় তিনি ইসলামিক পোশাক বোরকা পরিহিত অবস্থায় ছিলেন।

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রভূমিকাভাষানোট
১৯৯০আবাসারা পুলিশ ১০০তামিলশিশু অভিনেত্রী
১৯৯১আঙ্কেল বানমালায়ালমশিশু অভিনেত্রী
ব্রহ্মাতামিলশিশু অভিনেত্রী
ছান্টিতেলেগুশিশু অভিনেত্রী
১৯৯২ইনড্রাম আনবুদানতামিলশিশু অভিনেত্রী
পানদিয়ানপ্রিয়াতামিলশিশু অভিনেত্রী
১৯৯৩সাক্কারাই দেবানতামিলশিশু অভিনেত্রী
১৯৯৪এন আসাই মাছানশিশু থায়াম্মাতামিলবিজয়ী, তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার - শ্রেষ্ঠ শিশু অভিনেত্রী
বারাবু ইত্তানা সেলাভু পাথানাপাতমাতামিলশিশু অভিনেত্রী
১৯৯৫সাথি লীলাবতিতামিলশিশু অভিনেত্রী
ইন্দিরাশিশু ইন্দিরাতামিলশিশু অভিনেত্রী
চেল্লাকান্নুশিশু চন্দ্রাতামিলশিশু অভিনেত্রী
আসাইতামিলশিশু অভিনেত্রী
১৯৯৮মুভেন্ধারতামিলশিশু অভিনেত্রী
২০০১থিরথানদানামশিশু বিনোদিনীমালায়ালম
লাভ চ্যানেলরাজেশ্বরীতামিল
২০০২আঝাগিশিশু ধনলক্ষীতামিল
কাধাল আঝিবাথিলাইমনিকাতামিল
থানতম পাইলেহেমামালায়ালাম
শিভা রামা রাজুস্বয়াথীতেলেগু
ওত্তে ই আম্মাই ইভারু তেলিদুতেলেগু

আরও দেখুন

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.