মডার্ন রিভিউ (কলকাতা)

মডার্ন রিভিউ ছিল একটি মাসিক পত্রিকা। পত্রিকাটি কলকাতা থেকে ১৯০৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটির সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়[1]

মর্ডান রিভিউ
মডার্ন রিভিউ পত্রিকার প্রচ্ছদ পাতা, ১৯৩৪
সম্পাদকরামানন্দ চট্টোপাধ্যায়
প্রকাশনা সময়-দূরত্বমাসিক পত্রিকা
প্রথম প্রকাশজানুয়ারি, ১৯০৭
দেশব্রিটিশ ভারত
ভাষাইংরাজি

পত্রিকাটি ভারতীয় জাতীয়তাবাদী বুদ্ধিদীপ্তির আবির্ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং কবিতা, গল্প, ভ্রমণকাহিনী ও স্কেচ প্রকাশিত হতো। রাধাকমল মুখোপাধ্যায় ভারতে পরিবেশ বিপর্যয় নিয়ে তার শুরুর দিকের প্রবন্ধ এবং গন্ধি সম্প্রদায় নিয়ে ভেরিয়ের এলভিনের লেখা এই পত্রিকাতেই প্রথম ছাপা হয়। এই পত্রিকার আরেকটি উল্লেখযোগ্য দিক হল এতে ১৯৩৭ সালের নভেম্বর মাসে চাণক্য রচিত জওহরলাল নেহরুর ছদ্মনামে স্ব-সমালোচিত রাষ্ট্রপতি প্রবন্ধ প্রকাশিত হয়।[2] হিন্দু গুরু স্বামী নিগামানন্দের ঠাকুরের চিঠি সংকলন ১৯৪১ সালে এই পত্রিকায় প্রকাশিত হতো।[3] রামচন্দ্র গুহ এই পত্রিকাকে "অগ্রগামী ভারতীয় বুদ্ধিদীপ্ত অন্যতম সাময়িকী" বলে অভিহিত করেন।[4]

মডার্ন রিভিউয়ের একটি সহ-পত্রিকা ছিল প্রবাসী, যা বাংলা ভাষায় প্রকাশিত হতো। মডার্ন রিভিউ ইংরেজি ভাষায় প্রকাশিত হতো।

তথ্যসূত্র

  1. ...MODERN REVIEW:1935 issue chronicled the 12th Nikhil Bharat Banga Sahitya Sammelan - for the missing p. 141, see Photograph of the Banga Sammelan
  2. "The independent journal of opinion"India Seminar। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮
  3. রামানন্দ চট্টোপাধ্যায় (১৯৪১)। The Modern reviewSwami Nigamananda's Thakurer Chithi" in Morden Review। প্রবাসী প্রেস প্রাইভেট লিমিটেড। পৃষ্ঠা ৩৩৭। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮
  4. রামচন্দ গুহ (২৪ এপ্রিল ২০০৫)। A mask that was pierced?দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.