মজিবুর রহমান সারওয়ার
মজিবুর রহমান সারওয়ার একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর রাজনীতিবিদ এবং বরিশাল-৫ এর সাবেক সংসদ সদস্য।
মজিবুর রহমান সরওয়ার | |
---|---|
বরিশাল-৫ এর সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১৪ | |
পূর্বসূরী | নাসিম বিশ্বাস |
উত্তরসূরী | শওকত হোসেন হিরন |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
কর্মজীবন
সারওয়ার ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে বরিশাল -৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন [1] । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব [2] ।
2018 সালে, সরোয়ার বরিশাল সিটির মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তবে ভোটগ্রহণের সাথে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই তা প্রত্যাহার করেছেন [3] । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল ৫ থেকে ২০১৩ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে মনোনীত করেছিল [4] ।
তথ্যসূত্র
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- "Division within BNP leadership"। theindependentbd.com। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- "BNP, CPB, IAB boycott Barisal city polls"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩০ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- "US diplomats hold closed-door meeting with Barisal BNP candidate"। Dhaka Tribune। ২৯ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.