ভ্যানকুভার
ভ্যানকুভার (ইংরেজি ভাষায়:Vancouver; আ-ধ্ব-ব: [vænˈkuːvɚ]) কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের দক্ষিণ-পশ্চিম অংশে কানাডার পশ্চিম উপকূল তথা প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি শহর। এটি জর্জিয়া প্রণালীর তীরে, কোস্ট পর্বতমালার পাদদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সীমান্ত থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। শহরটি মেট্রো ভ্যানকুভার নামক আঞ্চলিক জেলার অন্তর্ভুক্ত, যাতে প্রায় সাড়ে ২২ লক্ষ লোকের বাস; এটি পশ্চিম কানাডার বৃহত্তম এবং কানাডার ৩য় বৃহত্তম মেট্রোপলিটান এলাকা। মূল ভ্যানকুভার শহরে প্রায় ৬ লক্ষ লোকের বাস। ভ্যানকুভার শহরটি ব্রিটিশ নাবিক ও ক্যাপ্টেন জর্জ ভ্যানকুভারের নামে নামকরণ করা হয়েছে; তিনি ১৮শ শতকে এই অঞ্চলটিতে জরিপ চালান। আবার ভ্যানকুভার নামটি ওলন্দাজ শব্দগুচ্ছ "van Coevorden" থেকে এসেছে, যার অর্থ "Coevorden শহরের অধিবাসী"।
City of Vancouver | |||
---|---|---|---|
![]() Yaletown/Pacific Place as seen from False Creek South | |||
| |||
নীতিবাক্য: "By Sea, Land, and Air We Prosper" | |||
![]() Location of Vancouver within the Metro Vancouver regional district in British Columbia, Canada | |||
স্থানাঙ্ক: ৪৯°১৫′ উত্তর ১২৩°৬′ পশ্চিম | |||
Country | ![]() | ||
Province | টেমপ্লেট:BC | ||
Region | Lower Mainland | ||
Regional District | Metro Vancouver | ||
Incorporated | 1886 | ||
সরকার | |||
• Mayor | Gregor Robertson (Vision Vancouver) | ||
• City Council | List of Councilors
| ||
• MPs (Fed.) | List of MPs
| ||
• MLAs (Prov.) | List of MLAs
| ||
আয়তন | |||
• শহর | ১১৪.৬৭ কিমি২ (৪৪.২৭ বর্গমাইল) | ||
• মহানগর | ২৮৭৮.৫২ কিমি২ (১১১১.৪০ বর্গমাইল) | ||
উচ্চতা | ২ মিটার (৭ ফুট) | ||
জনসংখ্যা (Census 2006) | |||
• শহর | ৫,৭৮,০৪১ | ||
• জনঘনত্ব | ৫৩৩৫/কিমি২ (১৩৮২০/বর্গমাইল) | ||
• পৌর এলাকা | ২১,১৬,৫৮১. | ||
• মহানগর | ২৩,৭৩,৬১২. | ||
সময় অঞ্চল | PST (ইউটিসি−8) | ||
• গ্রীষ্মকালীন (দিসস) | PDT (ইউটিসি−7) | ||
Postal code span | V5K to V6Z | ||
এলাকা কোড | 604, 778 | ||
NTS Map | 092G03 | ||
GNBC Code | JBRIK | ||
ওয়েবসাইট | City of Vancouver |
ফ্রেজার গিরিখাত স্বর্ণানুসন্ধানের যুগে, ১৮৬০-এর দশকে এই এলাকায় বহু অভিবাসী লোকের আগমন ঘটলে ভ্যানকুভার শহরের পত্তন হয়। তখন এটি একটি করাতকল এলাকা ছিল। ১৮৮৭ সালে এটি মহাদেশীয় রেলপথের সাথে যুক্ত হয় এবং কয়েক দশকের মধ্যেই দ্রুত একটি বড় শহরে পরিণত হয়। ব্রিটিশ কলাম্বিয়ার প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে শহরের ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে; এদের মধ্যে বনজ সম্পদ আহরণ, খনিশিল্প, মৎস্য আহরণ এবং কৃষিখামার ছিল প্রাথমিক কিছু ব্যবসাক্ষেত্র। পানামা খালের উদ্বোধনের পর ভ্যানকুভার বন্দরের আন্তর্জাতিক গুরুত্ব বেড়ে যায়। বর্তমানে ভ্যানকুভার কানাডার সর্ববৃহৎ বন্দর এবং এটি উত্তর আমেরিকার যেকোন বন্দরের চেয়ে বেশি রপ্তানি করে।
সময়ের সাথে সাথে ভ্যানকুভার একটি সেবাভিত্তিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে। ১৯৮৬ সালের বিশ্বমেলার পর এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পরিগণিত হচ্ছে। নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের পরেই ভ্যানকুভার উত্তর আমেরিকার তৃতীয় বৃহত্তম চলচ্চিত্র শিল্পশহর। ভ্যানকুভারকে "উত্তরের হলিউড" নামেও ডাকা হয়। ভ্যানকুভার নিয়মিত বিশ্বের সবচেয়ে বাসযোগ্য তিনটি শহরের মধ্যে একটি হিসেবে পরিগণিত হয়ে আসছে।
২০১০ সালে ভ্যানকুভারে ২১শ শীতকালীন অলিম্পিক গেমসের আসর বসবে। ভ্যানকুভার এই সম্মানপ্রাপ্ত তৃতীয় শহর; এর আগে ১৯৭৬ সালে কানাডার মোঁরেয়ালে (মন্ট্রিয়ালে) এবং ১৯৮৮ সালে ক্যালগারিতে শীতকালীন অলিম্পিকস অনুষ্ঠিত হয়েছিল।