ভিভো মোবাইল

ভিভো মোবাইল হচ্ছে একটি চৈনিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা যা স্মার্টফোন উৎপাদন, উন্নয়ন, ও সফটওয়ার, যন্ত্রপাতি এবং অনলাইন পরিষেবা প্রদান করে। এটি ২০০৯ সালে বিবিকে ইলেক্ট্রনিকসের সাব-ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। ব্রান্ডটি, ব্যবহারকারীদের হাই-ফাই চিপের দ্বারা উচ্চমানেরর অডিওর অভিজ্ঞতা প্রদানের উপর ধ্যান কেন্দ্রিত করে।[1] পরে সংস্থাটি ভিভো অ্যাপপ স্টোর, আইম্যানেজার সহ ফানটাচ ওএস নামক একটি অ্যান্ড্রয়ড অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করে।

ভিভো মোবাইল
স্থানীয় নাম
维沃移动通信有限公司
সহায়ক
শিল্পকনজিউমার ইলেক্ট্রনিক্স
প্রতিষ্ঠাকাল২০০৯
প্রতিষ্ঠাতাশেন উই (沈炜)
সদরদপ্তরতুংকুয়ান, কুয়াংতুং, চীন
বাণিজ্য অঞ্চল
চীন
বাংলাদেশ
কম্বোডিয়া
ভারত
ইন্দোনেশিয়া
নেপাল
মালয়েশিয়া
মিয়ানমার
পাকিস্তান
ফিলিপাইন
রাশিয়া
সিঙ্গাপুর
শ্রীলঙ্কা
তাইওয়ান
থাইল্যান্ড
ভিয়েতনাম
প্রধান ব্যক্তি
শেন উই (প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা)
পণ্যসমূহস্মার্টফোন, স্মার্টফোনের আনুষাঙ্গিক, সফটওয়্যার, এবং অনলাইন পরিষেবাদি
মূল প্রতিষ্ঠানবিবিকে ইলেক্ট্রনিকস
ওয়েবসাইটভিভো বৈশ্বিক
ভিভো চীন
ভিভো ভারত
ভিভো মোবাইল
সরলীকৃত চীনা 维沃移动通信有限公司
ঐতিহ্যবাহী চীনা 維沃移動通信有限公司
আক্ষরিক অর্থভিভো মোবাইল কমিউনিকেশনস কোং লিমিটেড

২০১২ সালে ভিভো এক্স১ মডেলের স্মার্টফোন বাজারে আনে, সেসময় এটি বিশ্বের পাতলাতম স্মার্টফোন ছিল।[2] এক্স১ ভিভোর প্রথম এমন ফোন ছিল যাতে হাই-ফাই চিপ ব্যবহার করা যেত। এক্স১ ফোনটি আমেরিকার আধঠিকাদার সংস্থা সাইরাস লজিক দ্বারা উন্নতি করা হয়েছিল।[2] ভিভো ২০১৩ সালে পৃথিবীর প্রথম ২কে-রেজোলিউশনের স্ক্রিনওয়ালা ফোন এক্সপ্লে৩এস বাজারে আনে।[3]

২০১৫ সালে সংস্থাটি পৃথিবীর ১০ বৃহৎ মোবাইল উৎপাদকে পরিণত হয় এবং বাজার শেয়ার ২.৭ শতাংশে দাঁড়ায়।[4][5]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.