ভিডিওল্যান

ভিডিওল্যান (ইংরেজি: VideoLAN) লোকাল এরিয়া নেটওয়ার্কের (LAN) মাধ্যমে ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইল প্রদর্শনের সফটওয়্যার তৈরির একটি প্রজেক্ট। এটি মূলত দুইটি কম্পিউটার প্রোগ্রাম দিয়ে তৈরি একটি ভিডিওল্যান ক্লায়েন্ট (ভিএলসি) এবং অন্যটি ভিডিওল্যান সার্ভার (ভিএলএস), কিন্তু ভিএলএস-এর প্রায় সকল ফিচার ভিএলসি-তে যুক্ত হয়েছে এবং নাম হয়েছে ভিএলসি মিডিয়া প্লেয়ার

ভিডিওল্যান প্রজেক্টের সাধারণ লোগো

এই প্রজেক্ট পারিসের ছাত্র École Centrale Paris শুরু করেন এবং ফ্রি সফটওয়্যার হিসাবে মুক্তির পর এটি এখন বহুজাতিক প্রকল্প এবং এখন প্রায় ২০ টি দেশ এর সঙ্গে জড়িত।[1]

স্থাপত্য সমর্থন

অপারেটিং সিস্টেম৩২-বিট৬৪-বিট
উইন্ডোজহ্যাঁহ্যাঁ
ম্যাকহ্যাঁহ্যাঁ
আইওএসহ্যাঁহ্যাঁ
লিনাক্সহ্যাঁহ্যাঁ

প্রকল্প

ভিএলসি

ভিএলসি (ভিডিওল্যান ক্লায়েন্ট) একটি বহনযোগ্য মাল্টিমিডিয়া প্লেয়ার, এনকোডার এবং স্ট্রিমিং সফটওয়্যার, যেটি বিভিন্ন ধরনের অডিও ও ভিডিও সমর্থন করে যার মধ্যে আছে ডিভিডিভিডিও সিডি

ভিএলএমসি

ভিএলএমসি (ভিডিওল্যান মুভি ক্রিয়েটর) ভিএলসি মিডিয়া প্লেয়ার ভিত্তিক ভিডিও সম্পাদনা সফটওয়্যার।

ভিএলএস

ভিএলএস (ভিডিওল্যান সার্ভার) স্ট্রিমিং সফটওয়্যার হিসাবে চালু হয়েছিলো কিন্তু এটি এখন ভিএলসি মিডিয়া প্লেয়ারের সঙ্গে একীভূত।

কোডেক

ভিডিওল্যান প্রকল্প বিভিন্ন অডিও / ভিডিও ডিকোডিং এবং ডিক্রিপশন লাইব্রেরি হোস্ট হিসসাবে কাজ করে।

ভিএলএম-এ

একটি নতুন প্রকল্প চালু হয়েছে যার নাম, ভিএলএম-এ (ভিডিওল্যান মানেজার)। ভিএলএম-এ ভু এবং উপগ্রহের মাধ্যমে প্রাপ্ত টিভি চ্যানেলের সম্প্রচার পরিচালনা করার একটি সফটওয়্যার।

ভিএলসি মিডিয়া প্লেয়ার স্কিন এডিটর

ভিএলসি মিডিয়া প্লেয়ার স্কিন এডিটর ভিডিওল্যানের তৈরি একটি সহজ প্রোগ্রাম। এটি দিয়ে সহজেই ভিএলসি মিডিয়া প্লেয়ারের ইন্টারফেস স্কিন তৈরি করা যায়।

তথ্যসুত্র

আরও দেখুন

  • Google Videos — used VideoLAN technology in its media player web browser plugin.[1]
  • Comparison of audio player software
  • Comparison of video player software

বহিঃসংযোগ

  1. Open Source Patches and Mirrored Packages - Google Code
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.