ভিআই
ভিআই /ˈviːˈaɪ/ (vi) একটি স্ক্রিনভিত্তিক টেক্সট সম্পাদক সফটওয়্যার। ১৯৭৬ সালে বিল জয় বিএসডি অপারেটিং সিস্টেমের একটি প্রাথমিক মুক্তির জন্য এটি রচনা করেন।
![]() ভিআই-তে একটি অস্থায়ী, খালি ফাইল সম্পাদনা করা হচ্ছে। টিলডা চিহ্নগুলি দিয়ে ফাইলে অনুপস্থিত লাইন বোঝাচ্ছে। | |
উন্নয়নকারী | বিল জয় |
---|---|
ধরণ | টেক্সট সম্পাদক |
ওয়েবসাইট | ex-vi |
ভিআই একটি বিনামূল্য ও মুক্ত সোর্স সফটওয়্যার। এটি সাধারণত বিএসডি লাইসেন্সের আওতায় মুক্তি দেয়া হয়।[1]
তথ্যসূত্র
- The IEEE and The Open Group (২০১৩)। ""vi — screen-oriented (visual) display editor", The Open Group Base Specifications Issue 7; IEEE Std 1003.1, 2013 Edition"। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.