ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্ত একটি সরকারী সংস্থা যাদের কাজ হল পুরাতত্ত্ব বিষয়ক গবেষণা এবং ঐতিহ্যশালী কীর্তিস্তম্ভের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।[2] ১৮৬১ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। আলেকজান্ডার কানিংহাম এই সংস্থার প্রথম ডিরেক্টর জেনেরাল ছিলেন।[3]
সংক্ষেপে | এ এস আই |
---|---|
গঠিত | ১৮৬১ |
সদরদপ্তর | জনপথ, নতুন দিল্লি, ভারত - ১১০০১১ |
যে অঞ্চলে কাজ করে | ভারত |
প্রধান প্রতিষ্ঠান | সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার |
বাজেট | ₹৬৬২ কোটি (US$৯২.১১ মিলিয়ন) (২০১৫-২০১৬)[1] |
ওয়েবসাইট | asi |
ইতিহাস
এশিয়াটিক সোসাইটি
ব্রিটিশ ভারতত্ত্ববিদ উইলিয়াম জোন্সের হাত ধরে ভারতে প্রথম সুসম্বদ্ধ পুরাতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণার সূত্রপাত হয় ১৫ জানুয়ারী ১৭৮৪-এ এশিয়াটিক সোসাইটির স্থাপনার মাধ্যমে। ১৭৮৮ থেকে এশিয়াটিক রিসার্চেস নামক জার্নাল প্রকাশ শুরু হয়। এতে সোসাইটির যাবতীয় জরিপ, নিরীক্ষা এবং গবেষণার খবর ছাপা হত।
তথ্যসূত্র
- "Budget 2016-17 Ministry of Culture"। ২৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৬।
- "About Us"। Archaeological Survey of India। ২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৭।
- "History"। Archaeological Survey of India। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.