ভজনপুর ইউনিয়ন
ভজনপুর ইউনিয়ন পরিষদ বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
ভজনপুর | |
---|---|
ইউনিয়ন | |
৬ নং ভজনপুর ইউনিয়ন পরিষদ | |
![]() ![]() ভজনপুর | |
স্থানাঙ্ক: ২৬.৪৬৮৯° উত্তর ৮৮.৪৮২৩° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | তেতুলিয়া উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১২ কিমি২ (৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৭,৫২৮ |
• জনঘনত্ব | ১৫০০/কিমি২ (৩৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫০৩০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
প্রশাসনিক কাঠামো
ভজনপুর ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ৬ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানার অধীন। এটি জাতীয় সংসদের ১ নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- ভুতিপুকুর
- খালপাড়া
- ডাংগা পাড়া
- বগুলাহাটী
- ভাংগিপাড়া
- প্রধানগছ
- সারাপি গছ
- কুড়ানুগছ
- খুনিয়াগছ
- গিতালছ
- ডিমাগছ
- ডাক্তারপাড়া
- বৈরাগীগছ
- চান্দিয়াগছ
- পুহাতুগছ
- মালিগছ
- পূর্ব বামন পাড়া
- পশ্চিম বামন পাড়া
- ডাংগাপাড়া
- সর্দারপাড়া
- ফকিরপাড়া
- বানিয়াপাড়া
- ভজনপুর
- নয়াবাড়ী
- গোলাব্দিগছ
- ভেলুপাড়া
- কাউরুগছ
- গনাগছ
- সিপাহীপাড়া
- ভদ্বেশ্বর
- মুর্খাগছ
- ব্রমোতল
- কৃর্তনপাড়া
- শামিত্মনগর
জনসংখ্যা
জনসংখ্যা ১৭,৫২৮ জন। যার মধ্যে পুরুষের সংখ্যা ৯,১৫২ জন ও মহিলার সংখ্যা ৮,৩৭৬ জন।
যোগাযোগব্যবস্থা
ভজনপুর ইউনিয়নের যোগাযোগের প্রধান রাস্তা হচ্ছে ঢাকা- বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক। তেতুলিয়া উপজেলা পরিষদ থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। ইজিবাইক, ভ্যান, পাগলু ও মটর সাইকেল প্রধান বাহন।
নদী
করতোয়া নদী ভজনপুর ইউনিয়নের একমাত্র নদী।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.