ব্লো-ব্জাং-'জাম-দ্ব্যাংস-র্গ্যা-ম্ত্শো
ব্লো-ব্জাং-'জাম-দ্ব্যাংস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang 'jam dbyangs rgya mtsho) (১৬৫৬-১৭০৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের চতুর্থ কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

ব্লো-ব্জাং-'জাম-দ্ব্যাংস-র্গ্যা-ম্ত্শো
সংক্ষিপ্ত জীবনী
ব্লো-ব্জাং-'জাম-দ্ব্যাংস-র্গ্যা-ম্ত্শো ১৬৫৬ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে স্মাদ-পা-লা (ওয়াইলি: smad pa la) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল 'বুম-থার (ওয়াইলি: 'bum thar) এবং মাতার নাম ছিল মে-'গ্যু (ওয়াইলি: me 'gyu)। ছাব্বিশ বছর বয়সে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। সেখানে পঞ্চম দলাই লামা ও চতুর্থ পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন।[1]
তথ্যসূত্র
- Gyatso, Thinlay (এপ্রিল ২০১৩)। "The Fourth Kirti, Lobzang Jamyang"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৯।
পূর্বসূরী ব্স্তান-পা-রাব-র্গ্যাস |
ব্লো-ব্জাং-'জাম-দ্ব্যাংস-র্গ্যা-ম্ত্শো চতুর্থ কির-তি রিন-পো-ছে |
উত্তরসূরী ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.