ব্লেড রানার
ব্লেড রানার ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন চলচ্চিত্র। বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করেন রিডলি স্কট। এই চলচ্চিত্রের চিত্রনাট্যের রচয়িতা হ্যাম্পটন ফ্যাঞ্চার ও ডেভিড পিপলস - তারা ফিলিপ কে ডিক রচিত কল্পকাহিনী "ডু অ্যান্ড্রয়েডস ড্রিম অফ ইলেক্ট্রিক শিপ" নামের উপন্যাসের ভিত্তিতে এই চিত্রনাট্য রচনা করেন।
ব্লেড রানার | |
---|---|
![]() | |
পরিচালক | রিডলি স্কট |
প্রযোজক | মাইকেল ডিলে |
চিত্রনাট্যকার |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ভেনগেলিস |
চিত্রগ্রাহক | জর্ডান ক্রনিনওর্থ |
সম্পাদক |
|
প্রযোজনা কোম্পানি | দ্য লেদ কম্পানি |
পরিবেশক | ওয়ার্নার বোর্স |
মুক্তি | ২৫ জুন, ১৯৮২ |
দৈর্ঘ্য | ১১৬ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২৮ মিলিয়ন |
আয় | $৩৩,১৩৯,৬১৮[1] |
তথ্যসূত্র
- "Blade Runner, Box Office Information"। The Numbers।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ব্লেড রানার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- Off-world: The Blade Runner Wiki
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ব্লেড রানার
(ইংরেজি) - টিসিএম চলচিত্র ডেটাবেসে ব্লেড রানার
- রটেন টম্যাটোসে ব্লেড রানার (ইংরেজি)
- মেটাক্রিটিকে ব্লেড রানার (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে ব্লেড রানার (ইংরেজি)
- কার্লি-এ ব্লেড রানার (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.