ব্লিডিং এজ প্রযুক্তি
ব্লিডিং এজ প্রযুক্তি (ইংরেজি: Bleeding edge technology) প্রযুক্তির এমন একটি বিভাগ যা এতই নতুন যে ব্যবহারের সময় তা অনির্ভর হওয়ার উচ্চমাত্রার ঝুঁকি রাখে।[1] "লিডিং এজ" ও "কাটিং এজ"-এর প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে "ব্লিডিং এজ" শব্দগুচ্ছ নেওয়া হয়েছে। এগুলো উল্লেখযোগ্য অগ্রগতির প্রতি ইশারা করে, যদিও তা উল্লেখযোগ্য ঝুঁকিরও সূচনা করে।[2] শব্দগুচ্ছ প্রথম কাগজে পাওয়া যায় ১৯৮৩ এর শুরুর দিকে, যেখানে নাম না জানা একজন ব্যাংকিং নির্বাহী কর্মকর্তা এর উল্লেখ করেন। [3]
মানদণ্ড
একটি নির্দিষ্ট মাত্রার ঝুঁকি থাকার পর একটি প্রযুক্তিকে ব্লিডিং এজ বলে উল্লেখ করা যায়, যথা:
- সমন্বয়ের অভাব
- পরীক্ষণের অভাব
- পরিবর্তনে ইন্ডাস্ট্রির বাধা
তথ্যসূত্র
- "bleeding edge. (n.d.)"। Dictionary.com পূর্ণাঙ্গ। র্যান্ডম হাউজ। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।
- Ingo Schommer; Steven Broschart (৭ জানুয়ারি ২০১০)। SilverStripe: The Complete Guide to CMS Development। জন উইলি এন্ড সন্স। পৃষ্ঠা ২২। আইএসবিএন 978-0-470-68270-8। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।
- হায়েস, থমাস (২১ মার্চ ১৯৮৩)। "Hope at Storage Technology"। দ্যা নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.