ব্রেকিং ব্যাড

ব্রেকিং ব্যাড হল ভিন্স গিলিগ্যান প্রযোজিত ও নির্দেশিত একটি মার্কিন নব্য-পশ্চিমা ধাঁচের অপরাধ নাট্য টেলিভিশন ধারাবাহিক। এএমসি নেটওয়ার্কে ২০০৮ সালের ২০ জানুয়ারি থেকে ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিকটির ৫টি মৌসুম প্রচারিত হয়েছে। এতে দেখা যায় ওয়াল্টার হোয়াইট (ব্রায়ান ক্র্যানস্টন) নামে এক হাই স্কুল রসায়নের শিক্ষক অস্ত্রোপচার অনুপযোগী এক ক্যান্সারে ভুগছেন। তার মৃত্যুর পূর্বে তার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে তিনি এবং তার ছাত্র জেসি পিঙ্কম্যান (অ্যারন পল) মিলে মেটাম্ফেটামিনে উৎপাদন ও বিক্রির সাথে জড়িত হয়ে পড়েন। ব্রেকিং ব্যাড নাম গ্রহণ করা হয় দক্ষিণের একটি কথ্য ভাষা থেকে, যার অর্থ দাঁড়ায় "অপরাধের পথে ধাবিত হওয়া"।[1] ধারাবাহিকটির চিত্রায়ন হয় নিউ মেক্সিকোর আ্যলবাকারকি শহরে।

ব্রেকিং ব্যাড
ব্রেকিং ব্যাড
ধরণঅপরাধ নাট্য
নির্মাতাভিন্স গিলিগ্যান
অভিনয়ে
  • ব্রায়ান ক্র্যানস্টন
  • অ্যানা গান
  • অ্যারন পল
  • ডিন নরিস
  • বেটসি ব্র্যান্ড্‌ট
  • আরজে মিটে
  • বব ওডেনকার্ক
  • জিয়ানকার্লো এস্পোসিতো
  • জোনাথন ব্যাঙ্কস
  • লরা ফ্রেজার
  • জেসি প্লেমন্স
রচয়িতাডেভ পোর্টার
প্রস্তুতকারক দেশযুক্তরাষ্ট্র
মূল ভাষাইংরেজি
স্প্যানিশ
মৌসুম সংখ্যা
পর্বসংখ্যা৬২ (পর্বের সংখ্যা)
নির্মাণ
নির্বাহী প্রযোজক
  • ভিন্স গিলিগ্যান
  • মার্ক জনসন
  • মিশেল ম্যাকলরেন
প্রযোজক
  • স্টুয়ার্ট এ. লায়ন্স
  • স্যাম ক্যাটলিন
  • জন শিবান
  • পিটার গোল্ড
  • জর্জ মাস্ত্রাস
  • থমাস শ্নাউজ
  • ব্রায়ান ক্র্যানস্টন
  • মোরা ওয়ালি-বেকেট
  • কারেন মুর
  • প্যাটি লিন
অবস্থানআ্যলবাকারকি, নিউ মেক্সিকো, যুক্তরাষ্ট্র
চলচ্চিত্রকার
  • মাইকেল স্লোভিস
  • রেনাল্ডো ভিয়ালোবস
  • আর্থার আলবার্ট
  • জন টল
  • নেলসন ক্র্যাগ
ব্যাপ্তিকাল৪৩–৫৮ মিনিট
প্রোডাকশন কোম্পানি
  • হাই ব্রিজ এন্টারটেইনমেন্ট
  • গ্র্যান ভিয়া প্রডাকশন্স
  • সনি পিকচার্স টেলিভিশন
পরিবেশকসনি পিকচার্স টেলিভিশন
সম্প্রচার
মূল চ্যানেলএ এম সি
ছবির ফরম্যাট1080i (16:9 HDTV)
মূল প্রদর্শনী২০ জানুয়ারি ২০০৮ (2008-01-20) – ২৯ সেপ্টেম্বর ২০১৩ (2013-09-29)
ক্রমধারা
পরবর্তীবেটার কল সল
সম্পর্কিত প্রদর্শনীটকিং ব্যাড
মেটাস্ট্যাসিস
বহিঃসংযোগ
[amctv.com/shows/breaking-bad ওয়েবসাইট]

চরিত্রসমূহ

ওয়াল্টারের পরিবারে আছে তার স্ত্রী স্কাইলার (অ্যানা গান), ছেলে ওয়াল্টার জুনিয়র (আরজে মিটে) এবং মেয়ে হলি। এছাড়া ধারাবাহিকটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে স্কাইলারের বোন ম্যারি শ্রেডার (বেটসি ব্র্যান্ড্‌ট) এবং ম্যারির স্বামী হ্যাংক (ডিন নরিস) যে কিনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী প্রশাসনের একজন কর্মকর্তা। ওয়াল্টার সল গুডম্যান (বব ওডেনকার্ক) নামক আইনজীবীর শরণাপন্ন হয় যে কিনা তাকে প্রথমে ব্যক্তিগত তদন্তকারী এবং সমস্যা সমাধানকারী মাইক এরমানট্রট (জোনাথন ব্যাঙ্কস) এর সাথে এবং তারপর একসময় মাইকের নিয়োগকর্তা মাদকসম্রাট গাস ফ্রিঞ্জের (জিয়ানকার্লো এস্পোসিতো) সাথে পরিচয় করিয়ে দেয়। এছাড়া চূড়ান্ত সিজনে আমরা পরিচিত হই টড অ্যালকুইস্ট (জেসি প্লেমন্স) এবং লিডিয়া রোদার্টে-কোয়েইল (লরা ফ্রেজার) চরিত্র দুটির সাথে।

তথ্যসূত্র

  1. Rothman, Lily (৩০ আগস্ট ২০১৭)। "Breaking Bad: What Does That Phrase Actually Mean?"Time। সংগ্রহের তারিখ মে ১১, ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.