বেলায়েত এনায়েত খান

বেলায়েত এনায়েত খান (উর্দু: ولايت عنایت خان), (ইংরেজি: Vilayat Inayat Khan), (১৯১৬-২০০৪) ইংল্যান্ডের লন্ডন শহরে জন্ম গ্রহণ করেন জুন ১৯, ১৯১৬ সালে। তিনি একজন ছুফিতাত্ত্বিক সাধক ও চিস্তিয়া তরীকার মুর্শিদ/পীর ছিলেন। তিন তার পিতা এনায়েত খান হতে তরীকার দীক্ষা লাভ করেন। এনায়েত খান পশ্চিমা আধুনিকতার সংমিশ্রনে প্রচ্যের প্রতিনিধি রুপে পশ্চিমা বিশ্বে চিস্তিয়া তরীকার গোড়া পত্তনকারী, তার দর্শনানুযায়ী সকল ধর্মই এক একটি আলোক রশ্মি যা একটি মাত্র সৌরকেন্দ্র হতে বিচ্ছুরিত।[1]

বেলায়েত এনায়েত খান ১৯৯৬

১৯৭৫ সালে বেলায়েত এনায়েত খান প্রতিষ্ঠা করেন দ্যা এডোবি অব ম্যাসেজ, যা মূলত ছুফি অর্ডার ইন্টারন্যাশনাল (ইংরেজি: Sufi Order International) নামের তরীকার অনুসারীগণের জন্য যথাক্রমে পরিসেবা কেন্দ্র, সম্মেলন ও গবেষণা কেন্দ্র এবং আধ্যাত্মিক জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে পরিচালিত হচ্ছে।[2]

তিনি জুন ১৭, ২০০৪ সালে লন্ডনে মৃত্যু বরণ করেন।

অবদান/প্রকাশনা সমূহ

  • টুয়ার্ডস্ দ্যা ওয়ান, (হ্যারপার এন্ড রো, ১৯৪৭, আইএসবিএন 978-0-06-090352-7)
  • দ্যা ম্যাসেজ ইন আওয়া টাইম,(হ্যারপার এন্ড রো, ১৯৭৮, আইএসবিএন 978-0-06-064237-2)
  • ভূমিকা লিখেছেন- দ্যা কম্লিট সেয়িংগস্ অব হযরত এনায়েত খান, (ওমেগা পাবলিকেশানস, ১৯৭৮, আইএসবিএন 978-0-930872-02-1)
  • দ্যা কল অব দ্যা দরবেশ, (ছুফি অর্ডার পাবলিকেশানস, ১৯৮১, আইএসবিএন 978-0-930872-26-7)
  • ইন্ট্রোডিউসিং স্পিরিচ্যুয়্যালিটি ইনটু কাউন্সেলেলিং এন্ড থ্যারাপি, (ওমেগা প্রেস, ১৯৮২, আইএসবিএন 978-0-930872-30-4)
  • দ্যাট উইচ্ ট্রান্সক্রিপ্টস্ বিহাইন্ড দ্যাট উইচ্ এ্যাপিয়ার্স, (ওমেগা পাবলিকেশানস, ১৯৯৪, আইএসবিএন 978-0-930872-49-6)
  • এ্যাওয়েইকেনিং: এ্যা ছুফি এক্সপেরিয়্যান্স, (ট্যারচ্যার/পুতন্যাম, ১৯৯৯, আইএসবিএন 978-1-58542-038-4)
  • ইন সার্চ অব দ্যা হিডেন ট্রেজারার্স, (ট্যারচ্যার/পুতন্যাম, ২০০৩, আইএসবিএন 978-1-58542-180-0)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. স্যুট্টন, রবার্ট পি. (Sutton, Robert P.) 2005 মডার্ন আমেরিকান কমিউনস্: এ্যা ডিকশনারী (Modern American Communes: A Dictionary), ওয়েষ্ট পোর্ট, সি-টি: গ্রীনউড প্রেস, পৃঃ 3-4, (আইএসবিএন ৯৭৮-০-৩১৩-৩২১৮১-৮)
  2. কলম্বিয়া ইউনিভার্সিটি হ্যালথ সায়েন্স লাইব্রেরী: আর্কাইভ এন্ড স্পেশাল কালেকশান। এটি ফাইলটি আরও দেখা যেতে পারে: ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ জুন ২০১০ তারিখে
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.