বেরিকেন্দ্র

বেরিকেন্দ্র নামে পরিচিত একটি সাধারণ অক্ষ রয়েছে, যার সাপেক্ষে পৃথিবী এবং চন্দ্রের ঘূর্ণনের হয়। যার ফলে যে মহাকর্ষীয় আকর্ষণ এবং কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হয়, তা পৃথিবীতে জোয়ার-ভাটা সৃষ্টির জন্য অনেকটাই দায়ী।

-জোয়ার-ভাটা সৃষ্টির জন্য যে পরিমাণ শক্তি শোষিত হয় তার কারণে বেরিকেন্দ্রকে কেন্দ্র করে পৃথিবী-চাঁদের যে কক্ষপথ রয়েছে তাতে বিভব শক্তি কমে যায়। এর কারণে এই দুটি জ্যোতিষ্কের মধ্যে দূরত্ব প্রতি বছর ৩.৮ সেন্টিমিটার বেড়ে যায়।

-যতদিন না পৃথিবীতে জোয়ার-ভাটার ওপর চাঁদের প্রভাব সম্পূর্ণ প্রশমিত হচ্ছে, ততদিন পর্যন্ত চাঁদ দূরে সরে যেতেই থাকবে এবং যেদিন প্রশমনটি ঘটবে সেদিনই চাঁদের কক্ষপথ স্থিরতা পাবে।

-গড় ব্যাসার্ধ- ১,৭৩৭.১০৩ কিমি (পৃথিবীর ০.২৭৩ গুণ)

-বিষুবীয় ব্যাসার্ধ- ১,৭৩৮.১৪ কিমি (পৃথিবীর ০.২৭৩ গুণ)

-মেরু ব্যাসার্ধ- ১,৭৩৫.৯৭ কিমি (পৃথিবীর ০.২৭৩ গুণ)

-পৃষ্ঠের ক্ষেত্রফল- ৩.৭৯৩.১০৭ কিমি (পৃথিবীর ০.০৭৪ গুণ)

-আয়তন- ২.১৯৫৮.১০১০ কিমি (পৃথিবীর ০.০২০ গুণ)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.