বিশ্ব ডাক দিবস
বিশ্ব ডাক দিবস (World Post day) ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বের্ন শহরে বিশ্ব ডাক সংস্থার (ইউপিইউ) প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্ৰতি বছর ৯ অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্ব ডাক সংস্থা চিঠি লিখে তথ্য আদান-প্রদান এবং যোগাযোগের মাধ্যমে ডাক বিভাগে বৈশ্বিক বিপ্লবের সূচনা করে। ডাক সেবার প্রচার এবং প্রসার এই সংস্থার মূল উদ্দেশ্য।
বিশ্ব ডাক দিবস | |
---|---|
![]() বিশ্ব ডাক সংস্থার পতাকা | |
পালনকারী | গোটা বিশ্বের ডাক বিভাগসমূহ |
উদযাপন | সভা-সমিতি, বক্তৃতা অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ |
তারিখ | ৯ অক্টোবর |
সংঘটন | বার্ষিক |
ইতিহাস
১৯৬৯ সালে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ডাক সংস্থার সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য, শ্রী আনন্দ মোহন কর্তৃক এই প্রস্তাব পেশ করা হয়, এবং ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে প্রথম ঘোষণা করা হয়। সেই থেকে ডাক সেবার গুরুত্বের উপর আলোকপাত করে সারা বিশ্বে এই দিবস পালন করা হয়।[1]
তথ্যসূত্র
- "বিশ্ব ডাক দিবস সম্পর্কে"। United Postal Union। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১১।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.