বিল পিকারিং (রকেট বিজ্ঞানি)

উইলিয়াম হাওয়ার্ড "বিল" পিকারিং ONZ কেবিই (২৪ ডিসেম্বর ২০১০ ১৫ মার্চ ২০০৪) হলেন একজন নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করা রকেট বিজ্ঞানি যিনি ২২ বছর ধরে ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালসন ল্যাবরেটরির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৬ সালে তিনি অবসর গ্রহণ করেন।[1][2] তিনি নাসার চাঁদ গবেষণা এবং মহাকাশ গবেষণার পথিকৃৎ। তিনি ইউনাইটেড স্টেটস ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা সদস্য।[3]

উইলিয়াম হাওয়ার্ড পিকারিং
ONZ কেবিই
উইলিয়াম এইচ. পিকারিং, জে পি এল/নাসার চিত্র
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১০-১২-২৪)২৪ ডিসেম্বর ১৯১০
ওয়েলিংটন, নিউজিল্যান্ড
মৃত্যু১৫ মার্চ ২০০৪(2004-03-15) (বয়স ৯৩)
ফ্লিনট্রিজ, ক্যালিফোর্নিয়া, ইউএসএ
নাগরিকত্বযুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড
জাতীয়তাযুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড
যে জন্য পরিচিতমহাকাশ গবেষণার পথিকৃৎ
পুরস্কারমেগ্যালেনিক প্রিমিয়াম (১৯৬৬)
আইইইই এডিসন মেডাল (১৯৭২)
ন্যাশনাল মেডেল অব সাইন্স (১৯৭৫)
ডেমের এস. ফাহরনি মেডাল (১৯৭৬)
জাপান প্রাইজ (১৯৯৪)
ড্যানিয়েল জাগগেনহেইম মেডেল (২০০০)

জন্ম এবং শিক্ষা

তিনি নিউজিল্যান্ডের ওয়েলিংটন এ ১৯১০ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিকারিং হেভলকে তার হাই স্কুল জীবন অতিবাহিত করেন। এরপর ওয়েলিংটন কলেজে ভর্তি হন। কেনটারবারি বিশ্ববিদ্যালয়ে এক বছর অতিবাহিত করার পর তিনি যুক্তরাষ্ট্রে পারি জমান এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন এবং ১৯৩৬ সালে পদার্থবিজ্ঞানে পি এইচ ডি লাভ করেন। তার বিশেষত্ব ছিল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং তার পড়াশোনার প্রধান বিষয় ছিল "টেলিমেট্রি"।[1]

তথ্যসূত্র

  1. Casani, John R. (নভেম্বর ২০০৪)। "Obituary: William Hayward Pickering"Physics Today57 (11): 86–87। doi:10.1063/1.1839390বিবকোড:2004PhT....57k..86C
  2. "Founding members of the National Academy of Engineering"National Academy of Engineering। সংগ্রহের তারিখ টেমপ্লেট:Format date এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.