বিপ্রদাশ বড়ুয়া

বিপ্রদাশ বড়ুয়া বাংলাদেশের অন্যতম একজন খ্যাতিমান লেখক। তিনি অনেক গল্প-উপন্যাস লিখেছেন

জন্ম

তিনি চট্টগ্রামের ইছামতী গ্রামে ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন।

শিক্ষা ও কর্ম জীবন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এম এ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি শিশু একাডেমি তে কর্মরত ছিলেন এবং সহকারী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।


সাহিত্যকর্ম

  • ছোটগল্প -
    • যুদ্ধজয়ের গল্প
    • গাঙচিল


  • শিশুতোষ গল্প -
    • সূর্য লুঠের গান


  • উপন্যাস -
    • মুক্তিযোদ্ধারা


  • শিশুতোষ উপন্যাস -
    • রোবট ও ফুল ফোটানোর রহস্য


  • প্রবন্ধ -
    • কবিতায় বাকপ্রতিমা


  • নাটক -
    • কুমড়োলতা ও পাখি


  • জীবনী -
    • বিদ্যাসাগর (১৯৮৮)
    • পল্লীকবি জসীমউদ্দীন

পুরস্কার

বিপ্রদাশ বড়ুয়া নিম্নোক্ত পুরস্কারসূহ পেয়েছেন:

  • অগ্রনী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (২ বার)
  • বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন (১ বার)

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.