বিনোদ খোসলা

বিনোদ খোসলা (ইংরেজি: Vinod Khosla; গুরুমুখী- ਵਿਨੋਦ ਖੋਸਲਾ) (জন্ম: ২৮শে জানুয়ারি, ১৯৫৫) একজন ভারতীয় ভারতীয়-মার্কিন ব্যবসায়ী ও উদ্যোক্তা। তিনি সান মাইক্রোসিস্টেম্‌স এর অন্যতম প্রতিষ্ঠাতা।

বিনোদ খোসলা
জন্ম (1955-01-28) ২৮ জানুয়ারি ১৯৫৫
দিল্লি, ভারত
যেখানের শিক্ষার্থীইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি
কার্নেগী মেলন ইউনিভার্সিটি
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশাVenture capitalist, Khosla Ventures
বার্ষিক সম্পত্তি$1.3 billion (2012)[1]
দাম্পত্য সঙ্গীNeeru Khosla

শৈশব ও শিক্ষাজীবন

বিনোদ ১৪ বছর বয়সে ইন্টেল সম্পর্কে জানতে পারেন এবং এ থেকে তিনি প্রযুক্তিকে পেশা হিসেবে গ্রহণের অনুপ্রেরণা পান। তিনি দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তড়িৎ প্রকৌসলে ব্যাচেলর অব টেকনোলজি, কার্নেগী মেলন ইউনিভার্সিটি এ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স এবং ১৯৭৯ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন।[2]

কর্মজীবন

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর খোসলা ডেইজি সিস্টেমস কাজ শুরু করেন। ১৯৮২ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন ক্লাসমেটের ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলের কম্পিউটার বিজ্ঞানের একজন গ্র্যাজুয়েট এর সাথে সান মাইক্রোসিস্টেম্‌স গড়ে তোলেন। তিনি ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এর প্রথম সিইও এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

  1. "Forbes 400 #308 Vinod Khosla"। Forbes.com। সংগ্রহের তারিখ ২০১০-০৩-০৯
  2. http://www.indobase.com/indians-abroad/vinod-khosla.html

বহিঃসংযোগ

পূর্বসূরী
first
CEO of Sun Microsystems
1982–1984
উত্তরসূরী
Scott McNealy
পূর্বসূরী
first
Chairman of Sun Microsystems
1982–1984
উত্তরসূরী
Scott McNealy
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.