বিডি-০৮

বিডি ০৮ বাংলাদেশ সশশ্স্ত্র বাহিনির স্টান্ডার্ড সাব-মেশিন গান। এটা মূলত চাইনিজ টাইপ ৮১-এর বাংলাদেশী সংস্করন।

বিডি-০৮

Type 81-I (top) and Type 81 (bottom).
প্রকার Assault rifle
উদ্ভাবনকারী  China(টাইপ ৮১)

 Bangladesh(বিডি ০৮)

ব্যবহার ইতিহাস
ব্যবহারকাল 1983–present
ব্যবহারকারী See Users
যুদ্ধে ব্যবহার Sino-Vietnamese War
Sri Lankan civil war
উৎপাদন ইতিহাস
নকশাকাল 1971
সংস্করণসমূহ Type 81-1
Type 81 light machine gun
Type-81S
Type 87
Type 87-1
তথ্যাবলি
ওজন ৩.৪ কেজি (৭.৫০ পা)
দৈর্ঘ্য ৯৫৫ মিমি (৩৭.৬ ইঞ্চি)
ব্যারেলের দৈর্ঘ্য ৪৪৫ মিমি (১৭.৫ ইঞ্চি)

কার্টিজ 7.62x39mm (Type 81)
5.8x42mm DBP87 (Type 87)
কার্যপদ্ধতি/অ্যাকশন Gas-operated, rotating bolt
গুলির হার Approx. 720 rounds/min
নিক্ষেপণ বেগ ৭২০ মি/সে (২,৩৬২ ফুট/সে)
কার্যকর পাল্লা 500 m
ফিডিং 30-round detachable box magazine, 75-round detachable drum magazine
সাইট Adjustable iron sights

টাইপ ৮১ - বিডি ০৮ রাইফেল দেখতে অনেকটা একে-৪৭ তবে এর মধ্যে অনেক মডিফিকেশন করা হয়েছে।যেমন: এতে ফিক্সড গ্যাস অপারেটর এর বদলে ফ্লোটিং গ্যাস অপারেটর ব্যবহার করা হয়েছে যা ঝাকি কমাতে সাহায্য করে। এছাড়া এর কার্যকরী দুরত্ব প্রায় ৫০০ মিটার । এর দ্বারা গ্রেনেড নিক্ষেপ করা যায়। সব মিলিয়ে এটি একে ৪৭ এর থেকে আরও কার্যকর। বিডি ০৮ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় তৈরি হয়।

ইতিহাস

১৯৮১ সালে নাগাদ পিপলস রিপাবলিক আর্মি (পিএলএ) কর্তৃক চীনে টাইপ ৮১ অ্যাসাল্ট রাইফেল সার্ভিসে চালু করা হয়েছিল কিন্তু ১৯৮০ এর দশকের শেষের দিকে পর্যন্ত তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। এটি সোভিয়েত এসকেএস[1] কারবিন এবং টাইপ ৫৬ রাইফেল (একটি চীনা লাইসেন্সে নির্মিত একে-৪৭ ধরনের রাইফেল) এর প্রতিস্থাপিত রূপ। ১৯৮০ সালের মাঝামাঝি সময়ে চীন ও ভিয়েতনামের সীমান্ত বিরোধের সময় এটি প্রথম যুদ্ধের ব্যবহার আসে। পিএলএ তার টাইপ -৮১-এর বেশিরভাগগুলো বর্তমানে টাইপ ৯৫ অথবা টাইপ ০৩ সিরিজের সাথে প্রতিস্থাপিত করেছে, যদিও এটি এখনও রক্ষণাবেক্ষণ এবং সশস্ত্র পুলিশে চীনে ব্যবহৃত হচ্ছে। পরবর্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর অন্তর্গত বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় এর ডিজাইনের সংস্করন ও পরিমার্জনার মাধ্যমে ২০০৮ সালে নাগাদ উৎপাদন শুরু হয়।

বিবরণ

বিডি ০৮ সাব মেশিন গান :
ভর : ৩.৫ কেজি
এমুনিশান : ৭.৬২ মি.মি.
কার্যকরী দুরত্ব : ৪০০ মিটার
ফায়ারিং রেট : ৭২০ রাউন্ড/ মিনিট
ম্যাগাজিন: ৩০ রাউন্ড অথবা ৭৫ রাউন্ডের ড্রাম ম্যগাজিন
এছাড়া এতে AK / AKM সিরিজের যেকোন মডেলের ম্যগাজিন ব্যবহার করা যায়।

বিডি ০৮ মেশিন গান :
ভর : ৫.৫ কেজি
এমুনিশান : ৭.৬২ মি.মি.
কার্যকরী দুরত্ব : ৫০০ মিটার
ফায়ারিং রেট : ৭২০ রাউন্ড/ মিনিট
ম্যাগাজিন: ৭৫ রাউন্ড

উৎপাদন

বাংলাদেশ সমরাস্ত্র কারখানার প্রতিষ্ঠার কাজ প্রথম শুরু হয় ১৯৬৮ সালে চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায়। ১৯৭০ সালের ৬ এপ্রিল প্রতিষ্ঠানটির অনুষ্ঠানিক প্রতিষ্ঠার কাজ শুরু হয়। ১৯৯৮ সালে এটিকে আর্মির চীফ অফ স্ট্যাফ স্যাক্রেটারিয়েটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং পুরো প্রতিষ্ঠানটিকে নতুন করে সাজানো হয়। ২০০৪-০৫ অর্থবছরে রাইফেল বিডি-০৮ প্রস্তুতের পরিকল্পনা প্রক্রিয়া শুরু হয়। যা সফলতা পায় ২০০৮ সালে নাগাদ।[2] বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় রাইফেলটির বার্ষিক উৎপাদন বাড়িয়ে ১৪ হাজারে উন্নীত করা হয়েছে।[3][4]

ব্যবহারকারী দেশ

তথ্যসূত্র

  1. "The SKS Is the Cockroach of Weapons" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৭
  2. "বাংলাদেশ সমরাস্ত্র কারখানা"। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। ৩১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০৭ মে ২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "এবার অস্ত্র রফতানি করবে বাংলাদেশ"parbattanews bangladesh (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৩-৩০। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৭
  4. "বাংলাদেশের অস্ত্র রফতানির বড় বাধা এভরিথিং বাট আর্মস শর্ত"। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.