বি. ভেঙ্কটরাম রেড্ডি

বি. ভেঙ্কটরাম রেড্ডি (আনু.১৯৪৪ – ১২ মে ২০১৯, বি. ভেঙ্কটরামি রেড্ডি হিসেবেও লেখা হয়) একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ছিলেন যিনি অনেক তামিলতেলুগু চলচ্চিত্র প্রযোজনা করেছেন।

বি. ভেঙ্কটরাম রেড্ডি
জন্মআনু.১৯৪৪
মৃত্যু১২ মে ২০১৯
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র প্রযোজক
আত্মীয়বি. নাগি রেড্ডি (পিতা)

জীবনী

বি. ভেঙ্কটরাম রেড্ডি চলচ্চিত্র প্রযোজক বি. নাগি রেড্ডির কনিষ্ঠ পুত্র ছিলেন।[1] তিনি ভৈরাভা দ্বীপাম, শ্রী কৃষ্ণার্জুনা বিজয়াম, উঝাইপ্পালি, থামিরাভারানি, নাম্মাভারবীরাম এর মত চলচ্চিত্র প্রযোজনা করেছেন।

বি. ভেঙ্কটরাম রেড্ডি বি. ভারতী রেড্ডির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[2] তাদের এক পুত্র ও দুই কন্যা ছিল।

বি. ভেঙ্কটরাম রেড্ডি ২০১৯ সালের ১২ মে ৭৫ বছর বয়সে প্রয়াত হন।[3][4][5]

নির্বাচিত চলচ্চিত্র তালিকা

তামিল

  • উঝাইপ্পালি (১৯৯৩)[4]
  • নাম্মাভার (১৯৯৪)[4]
  • থামিরাভারানি (২০০৭)[4]
  • পাদিক্কাদাভান (২০০৯)[4]
  • ভেংহাই (২০০১)[4]
  • বীরাম (২০১৪)[4]
  • বাইরাভা (২০১৭)[5]

তেলুগু

  • ব্রুন্দাভানাম (১৯৯৩)[4]
  • ভৈরাভা দ্বীপাম (১৯৯৪)[4]
  • শ্রী কৃষ্ণার্জুনা বিজয়াম (১৯৯৬)[4]

তথ্যসূত্র

  1. "Film producer Venkatarama Reddy passed away"United News of India। ১২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯
  2. "Film producer dead"The Hindu। ১৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯
  3. "Veteran producer B Venkatarama Reddy passes away at 75"in.com। ১৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯
  4. "Bhairava Dweepam producer Venkatarami Reddy no more"Telangana Today। ১৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯
  5. "Producer B Venkatrama Reddy dies at 75 after prolonged illness"The Times of India। ১৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.