বায়ুকল
বায়ুকল (ইংরেজি: Wind Turbine) মূলত এমন একটি ঘূর্ণমান যন্ত্র, যা বাতাস থেকে শক্তির রূপান্তর ঘটায়। বাতাসের গতি কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তির ব্যবহারের মাধ্যমে বায়ুকল দিয়ে সরাসরি পানি তোলা যায়, কাঠ কাটা যায়, পাথর কাটা যায়। বায়ুকল এভাবে সরাসরি কোনো কাজে ব্যবহার করা হলে তাকে বায়ুকারখানা (Windmill) বলা হয়ে থাকে। আর যেসব বায়ুকল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, সেগুলোকে বলা হয় বায়ুজেনারেটর, বায়ুকল জেনারেটর (WTG), বায়ুশক্তি রূপান্তরকারী (WEC), এরোজেনারেটর (aerogenerator) ইত্যাদি।
.jpg)
ধরণ
বায়ুকল আনুভূমিক কিংবা উল্লম্ব, যেকোনো রকমের হতে পারে। তবে আনুভূমিক ঘূর্ণনক্ষম বায়ুকলই বেশি ব্যবহৃত হতে দেখা যায়।[1]

আনুভূমিক বায়ুকল
আনুভূমিক বায়ুকলে (Horizontal Axis Wind Turbine: HAWT) বিদ্যুৎ উৎপাদী জেনারেটর এবং রোটর শ্যাফ্ট, টাওয়ারের চূড়ায় বসানো থাকে বাতাসের দিকে মুখ করে। এজাতীয় বায়ুকলই বায়ুকলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পুরোন।
উল্লম্ব বায়ুকল
উল্লম্ব বায়ুকলে (Vertical Axis Wind Turbine: VAWT) বিদ্যুৎ উৎপাদী জেনারেটর থাকে আকাশের দিকে মুখ করে এবং রোটর শ্যাফ্ট থাকে টাওয়ারের মতোই লম্বালম্বি। এজাতীয় বায়ুকলের মূল সুবিধা হলো এগুলোকে বাতাসের দিকে মুখ করে থাকতে হয় না।
রেকর্ডধারীদের গ্যালারি
- Enercon E-126, সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন
- Fuhrländer Wind Turbine Laasow, পৃথিবীর সবচেয়ে উঁচু
- Éole, কুয়েবেকের ক্যাপ-চ্যাটে অবস্থিত বিশালতম উল্লম্ব বায়ুকল
- আর্জেন্টিনার স্যান জুয়ানের ভেলাদেরো খনিতে অবস্থিত সবচেয়ে উচ্চস্থানে বসানো বায়ুকল
- Rønland, ডেনমার্কে বসানো সবচেয়ে উৎপাদনশীল বায়ুকল
তথ্যসূত্র
- "উইন্ড এনার্জি বেসিক্স"। আমেরিকান উইন্ড এনার্জি এসোসিয়েশন। ২৩ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০০৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে বায়ুকল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বাসা-বাড়িতে ব্যবহারোপযোগী ১.৫কিলোওয়াট বায়ুকল তৈরির ছবিসহ প্রশিক্ষণ
- Time-lapse video of wind turbine installation at the WMRA Deer Island Wastewater Treatment Plant
- উইন্ড প্রজেক্ট
- বায়ু শক্তির ব্যাপারে পথনির্দেশিকাসহ ভ্রমণ
- বায়ু শক্তির প্রযুক্তি ওয়ার্ল্ড উইন্ড এনার্জি এসোসিয়েশন
- ন্যাশনাল জিওগ্রাফিকের ওয়েবসাইটে বায়ুকলের সিমুলেশন
- বায়ুকল যন্ত্রকৌশলে বায়ুকলের জন্য robust path তৈরি করার কৌশল বায়ুকল যন্ত্রকৌশলের উপর তথ্য ও ভিডিও