বান্দরবান সরকারি মহিলা কলেজ

বান্দরবান সরকারি মহিলা কলেজ বাংলাদেশের বান্দরবান জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান।"বান্দরবান সরকারি মহিলা" কলেজ বান্দরবান জেলা সদরের বালাঘাটায় ০৩ (তিন) একর ভূমির উপর প্রতিষ্ঠিত। বান্দরবান সরকারি মহিলা কলেজ অত্র এলাকায় নারী শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে।[1][2]

বান্দরবান সরকারি মহিলা কলেজ
অবস্থান
বালাঘাটা,
বান্দরবান পার্বত্য জেলা,  Bangladesh
তথ্য
প্রতিষ্ঠাকাল২০০০ ইংরেজি
অবস্থাসক্রিয়
বিদ্যালয় জেলাবান্দরবান জেলা
বিদ্যালয় কোডEIIN: 131933
অধ্যক্ষজনাব প্রদীপ বড়ুয়া
অনুষদ
  • বিজ্ঞান
  • মানবিক
  • ব্যবসায় শিক্ষা
শ্রেণীএকাদশ - দ্বাদশ শ্রেণি
শিক্ষার্থী সংখ্যা৮৫০ জন
ভাষার মাধ্যমবাংলা
ক্যাম্পাসের ধরনপার্বত্য অঞ্চল
শিক্ষা বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড
যোগাযোগ নং?
মোবাইল০১৮১৮২০৯২৯৩
ওয়েবসাইট

অবস্থান

কলেজটি বান্দরবান জেলার বালাঘাটায় অবস্থিত।

ইতিহাস

দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি মহিলা কলেজ স্থাপনের সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০০০ খ্রিস্টাব্দে একটি প্রশাসনিক ভবন, দুইটি একাডেমিক ভবন ও একটি ছাত্রীনিবাস স্থাপনের মাধ্যমে বান্দরবান সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ২০০৮ খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হয়নি। ২০০৮ খ্রিস্টাব্দে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় কলেজটির শ্রেণী কার্যক্রম (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) চালু হয়। ২০০৯ খ্রিস্টাব্দে কলেজটিকে জাতীয়করণ করা হয়। পবরর্তীতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ১টি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক আরও একটি ছাত্রীনিবাস স্থাপন করা হয়। বর্তমানে কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক শ্রেণী কার্যক্রম চালু আছে।[3][4]

অবকাঠামো

কলেজ মোট ৩ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। কলেজে বর্তমানে একটি প্রশাসনিক ভবন,দুইটি একাডেমিক ভবন ও তিনটি ছাত্রীনিবাস রয়েছে।[1]

ব্যবস্থাপনা

শিক্ষা কার্যক্রম

কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয়।

অনুষদসমূহ

কলেজে বর্তমানে নিম্নোক্ত তিনটি অনুষদ চালু আছে।

ফলাফল

কলেজের বর্তমান পাশের হার ৪৫.১%।[5]

কৃতিত্ব

তথ্যসূত্র

বহিসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.