বাজাজ অটো লিমিটেড
বাজাজ অটো লিমিটেড ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে নগরীভিত্তিক একটি ভারতীয় বহুজাতিক দুই-চাকার ও তিন-চাকার মোটরযান নির্মাতা শিল্পপ্রতিষ্ঠান।[2] প্রতিষ্ঠানটি মোটরসাইকেল, স্কুটার ও অটোরিকশা নির্মাণ করে। বাজাজ অটো বাজাজ গ্রুপ নামক শিল্পগোষ্ঠীর অন্তর্গত। ১৯৪০-এর দশকে রাজস্থানে জামনালাল বাজাজ এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় মহারাষ্ট্রের পুনে শহরে অবস্থিত। মহারাষ্ট্রের চাকান ও ওয়ালুজ শহরে এবং উত্তরখণ্ডের পান্তনগরে এর কারখানা আছে।[3] মহারাষ্ট্রের আকুর্দি শহরে অবস্থিত বাজাজের সবচেয়ে পুরাতন কারখানাটি বর্তমানে প্রতিষ্ঠানটির গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র “আহেড”-এ রূপান্তরিত হয়েছে। বাজাজ অটো বিশ্বের ৩য় বৃহত্তম এবং ভারতের ২য় বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান।[4] এটি বিশ্বের বৃহত্তম তিন-চাকার মোটরযান নির্মাতা।[5] ২০১৫ সালে বাজাজ অটোর বাজার পুঁজিভবনের পরিমান ছিল ₹ ৬৪০ বিলিয়ন (US$৮.৯১ বিলিয়ন), যার ফলে বাজার মূল্য অনুযায়ী এটি ভারতের শেয়ারবাজারে ২৩তম সর্ববৃহৎ প্রতিষ্ঠান।[6]
পাবলিক | |
ব্যবসা হিসেবে |
|
শিল্প | মোটরযান |
প্রতিষ্ঠাকাল | ২৯ নভেম্বর ১৯৪৫ |
প্রতিষ্ঠাতা | জমনালাল বাজাজj |
সদরদপ্তর | পুনে, মহারাষ্ট্র, ভারত |
প্রধান ব্যক্তি |
|
পণ্যসমূহ | মোটরসাইকেল, তিন-চাকার মোটরযান এবং মোটরগাড়ি |
উৎপাদনের আউটপুট | ![]() |
আয় | ![]() |
বিক্রয় আয় | ![]() |
নীট আয় | ![]() |
মোট সম্পদ | ![]() |
মোট ইকুইটি | ![]() |
কর্মীসংখ্যা | ১০,২৫৮ (২০১৯)[1] |
মূল প্রতিষ্ঠান | বাজাজ গ্রুপ শিল্পগোষ্ঠী |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
- "Bajaj Auto Ltd Annual Report 2019"। Bajaj Auto Ltd। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- "Company Profile - Bajaj Auto"। Equitylion। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৭।
- "Bajaj Auto at Forbes"। Forbes। ৩১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৩।
- "News Article"। Reuters। ১৭ মে ২০১২। সংগ্রহের তারিখ ২২ মে ২০১২।
- "India is the largest three-wheeler industry globally"। Deccan Chronicle। ১৫ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬।
The top-three players such as market leader Bajaj Auto, second largest manufacturer Piaggio and Mahindra and Mahindra […].
- "Table 4-12: Top '50' Companies by Market Capitalisation as on March 31, 2013"। NSE India। ৩১ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৩।