বাংলাদেশী ঝিঁ ঝিঁ ব্যাঙ

বাংলাদেশী ঝিঁ ঝিঁ ব্যাঙ (বৈজ্ঞানিক নাম Zakerana asmati) ব্যাঙের একটি প্রজাতি যা বাংলাদেশের চট্টগ্রাম এবং ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটি প্রথম শনাক্ত করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।[1] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সাজিদ আলী হাওলাদার এই প্রজাতিটি বর্ণনা করেন।[2]

বাংলাদেশী ঝিঁ ঝিঁ ব্যাঙ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
উপপর্ব: Vertebrata
শ্রেণী: Amphibia
বর্গ: Anura
পরিবার: Dicroglossidae
গণ: Zakerana
প্রজাতি: Z. asmati
দ্বিপদী নাম
Zakerana asmati
(হাওলাদার,২০১১)
প্রতিশব্দ

Fejervarya asmati

বর্ণনা

পুরুষ ব্যাঙের SVL (snout-vent length) ২৯.১ - ৩০ মিমি.(১.১৫ - ১.১৮ইঞ্চি)। স্ত্রী ব্যাঙের SVL ৩৩.৪ মিমি.। এদের রং জলপাই সবুজ অথবা সবুজাভ বাদামি হতে পারে। পুরুষ ব্যাঙে প্রজাপতির মত দেখতে একটি ভোকাল মার্কিং রয়েছে।[3] এরা ওরিয়েন্টাল অঞ্চলের অধিস্বত্ব প্রাণী বা এন্ডেমিক উভচর[4]

স্বভাব

এই প্রজাতি অস্থায়ী ক্ষুদ্র জলাশয় বা ডোবায় প্রজনন করে। পুরুষ ব্যাঙ প্রজননের জন্য স্ত্রী ব্যাঙদের ডাকে। স্ত্রী ব্যাঙ একটি অথবা অল্পসংখ্যক ব্যাঙের ডাক অপেক্ষা গায়কদল অর্থাৎ অনেকগুলো ব্যাঙের ডাক পছন্দ করে।[3]

তথ্যসূত্র

  1. Frost, Darrel R. (২০১৪)। "Zakerana asmati (Howlader, 2011)"Amphibian Species of the World: an Online Reference. Version 6.0। American Museum of Natural History। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪
  2. pipilika.com
  3. Howlader, M.S.A. (২০১১)। "A new species of Fejervarya (Anura: Dicroglossidae) from Bangladesh" (PDF)Zootaxa2761: 41–50।
  4. জীববিজ্ঞান প্রথম পত্র- গাজী আজমল, সফিউর রহমান।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.