বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বাংলাদেশের নারী আইনজীবীদের সংগঠন। এর মূল কার্যালয় ঢাকায় অবস্থিত।[1] সংগঠনটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। এ সংগঠন প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য "দেশে নারী ও শিশুদের জন্য সকল সুযোগ ও অধিকার নিশ্চিত করার বিষয়ে কাজ করা"।[2]
সংক্ষেপে | বিএনডব্লিউএলএ |
---|---|
গঠিত | ১৯৭৯ |
উদ্দেশ্য | নারীদের আইন বিষয়ক সহায়তা |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
কর্মপদ্ধতি
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি প্রতিরোধ, সুরক্ষা, পুর্নবাসন ও পুনঃএকত্রীকরণ এই ৪টি পদ্ধতি অনুসরণ করে এর কাজ বাস্তবায়ন করে। যশোর, চট্টগ্রাম, গাজীপুর ও ঢাকায় সমিতির ৪টি আশ্রয় কেন্দ্র (প্রশান্তি নামে পরিচিত) রয়েছে।[2]
সেবা পাওয়ার হটলাইন নাম্বার সমূহ
রাজশাহী- ০১৭১৮০০৪০২
খুলনা- ০১৭১৮০০৪০৩
সাতক্ষীরা- ০১৭১৮০০৪০৪
যশোর- ০১৭১৮০০৪০৫
বেনাপোল- ০১৭১৮০০৪০৮
ঢাকা- ০১৭১৮০০৪০০, ০১৭১৮০০৪০১, ০১৭১৮০০৪০৬, ০১৭১৮০০৪০৭, ০১৭১৩৩৩৫৯৯১ [3]
তথ্যসূত্র
টেমপ্লেট:জাতীয় ই তথ্যকোষ https://web.archive.org/web/20180624072640/http://www.infokosh.gov.bd/atricle/helpline-bnwla
বহি:সংযোগ
- Epstein, Irwin (২০০৮)। The Greenwood Encyclopedia of Children's Issues Worldwide: Asia and Oceania (ইংরেজি ভাষায়)। Greenwood Publishing Group। পৃষ্ঠা 50। আইএসবিএন 978-0-313-33620-1। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১২।
- "বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (BNWLA)"। http://info.totthoapa.gov.bd। ৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)