বাংলা ভাই

সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই একজন বাংলাদেশী সন্ত্রাসবাদী। তিনি জাগ্রত মুসলিম জনতা, বাংলাদেশ নামক চরমপন্থী সংগঠনের নেতা, এবং বোমা হামলা, হত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত। ৬ মার্চ ২০০৬ খ্রীস্টাব্দে পুলিশ ও র‌্যাব এর সম্মিলিত অভিযানে তিনি গ্রেপ্তার হন।[1] পরবর্তীতে বোমা হামলার অপরাধে তাকে তার সহযোগীদের সহ মৃত্যুদন্ড প্রদান করা হয়।

মৃত্যু

ঝালকাঠিতে দুই সহকারী বিচারকের হত্যার দায়ে জেএমবি নেতা শেখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। অন্যান্য ৫ জঙ্গিদের সাথে, ৩০ মার্চ ২০০৭ তারিখে সিদ্দিক উল ইসলামকে ফাঁসি দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। [2]

তথ্যসূত্র

  1. Top Bangladesh militant captured: police ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৭-০৩-৩১ তারিখে, Reuters news report, 6 March 2006.
  2. "শায়খ ও বাংলাভাইসহ ৬ জঙ্গির ফাঁসি"m.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.