বাংলা পরিভাষা
নিম্নোলিখিত সকল পরিশব্দ বাংলা পরিষদ ও বাংলা একাডেমি কর্তৃক প্রণীত।
A
- Academy/Academe: মহালয়; শিক্ষাগবেষণালয়; মহাবিহার; মহাপীঠ; আকাদেমি
- Abbreviation: সংক্ষেপন; সংক্ষেপ; সংক্ষেপকরণ; সংক্ষিপ্তরূপ
- Acronym = আদ্যক্ষরা
- Activism: (বি.) সক্রিয়তাবাদ; সক্রিয়বাদ
- Activist: (বি.) সচেতনতা থেকে সক্রিয় মানুষ; সচেতন কর্মী; সচেতন মানুষ; সক্রিয় কর্মী; সক্রিয়তাবাদী; সক্রিয়বাদী; কর্মী
- Algorithm development = অধিগণনা, গণনাসুচী তৈরী
- App = ফাতি
- Application software = ফলিত বোধপাতি > ফলিত পাতি
- Assemble: সন্নিবেশন
- Assembled code: সন্নিবেশিত সংকেত
- Autocorrect: স্বক্রিয়শুদ্ধি; স্বুদ্ধি; স্বয়ংশুদ্ধি; স্বশুদ্ধি
- Avant-garde = অগ্রণী; অগ্রপথিক; পুরোধা; পুরোগ; পুরোগামী; পরীক্ষামূলক (বিন.); বেদস্তুর (বিন.); প্রথাবিরোধী (বিন.); রীতিবিরুদ্ধ (বিন.); অগতানুগতিক (বিন.)
- Awami: জনতা, জাতীয়, আওয়ামী
B
- Braindump: জ্ঞান উজাড়
[সংশ্লিষ্ট টীকা: braindump এর ইংরেজি অর্থ হলো 'The act of telling someone everything one knows about a particular topic or project' এবং কোনো বিষয় বা প্রকল্প সম্পর্কে যা জানা আছে সবকিছু অন্য কাউকে জানানো]
- Business model: ব্যবসারূপ; ব্যবসা আদল; ব্যবসায় নিদর্শন; ব্যবসাধরন; ব্যবসাকাঠামো
C
- Calculas: পরিকলন বিদ্যা
- Calculate: কলন
- Calculator: কলনি বা কলনিযন্ত্র
- Camera: নয়নি
- Chief whip: মুখ্য সচেতক
- Code = সংকেত; কোড
- Coding= সংকেতন (সরাসরি সংকেত তৈরী)
- Compile: সংকলন
- Compiled code = সংকলিত সংকেত
- Computer = গণনি; গণনিযন্ত্র
- Computing = গণনা
- Concept = ধারণা
- Count: গোনা; গনা; গুনতি করা
- Counting = গণনা
- Cloud: (বিশেষ্য) মেঘ; ছায়া; ভাসমান [এই ব্যবহারটি আন্তর্জাল-প্রযুক্তি সম্পর্কিত]
- Cloud service: (বিশেষ্য) মেঘসেবা; ছায়াসেবা; সমন্বিত সেবা; ভাসমান সেবা; ব্যাপ্তসেবা; পুঞ্জসেবা [এই ব্যবহারটি আন্তর্জাল-প্রযুক্তি সম্পর্কিত]
- Compute: গণনা; গণন করা
- Computer: গণনি (যন্ত্র); গণক (মানুষ); গণকযন্ত্র; যন্ত্রগণক; গণনযন্ত্র
- Computer science: গণন বিজ্ঞান
- Connected: সংযুক্ত
- Copyright: কৃতিসত্ব; গ্রন্থসত্ব
- Coverpage: প্রচ্ছদপাতা
- Crowdfinance: জনঅর্থউত্সায়ন; জনঅর্থযোগান; গণঅর্থউত্সায়ন; গণঅর্থযোগান
- Crowdsource: জনযোগান; জনউত্সায়ন; জনউদ্যোগ; গণউদ্যোগ
D
- Data = উপাত্তবলি; উপাত্ত
- Database: উপাত্তশাল; উপাত্তশালা; তথ্যভান্ডার; তথ্যপুঞ্জি
- Datum = উপাত্ত
- Decoding = বিসংকেতায়ন (সংকেত হতে মুলে রূপান্তর)।
- Disconnected: বিযুক্ত
- Discover: আবিষ্কার
- Document: প্রমাণ; দলিল; প্রবন্ধ; বর্ণনা; নথি
E
- Electron: তড়িণ কনা; ঋণকনা
- Elevator: (বিশেষ্য) উত্তোলক; তোলক
- Encoding = সংকেতায়ন (মুল হতে সংকেতে রূপান্তর)
- Entertainer: বিনোদক; বিদূষক; বিনোদনদায়ী; বিনোদনকারী; বিনোদায়ক; বিনোদকর
- Escalator: (বিশেষ্য) চলসিড়ি; চলন্ত সিড়ি
F
- Feedback: প্রতিমত
- Fiction = কল্পকাহিনী; কল্পগল্প; উপন্যাস
- File: নথি
- Flow-chart: প্রবাহচিত্র
H
- Hardcopy: কাগজ সংস্করণ
- Hardware = ছোঁয়াপাতি (যন্ত্রপাতি, জিনিসপাতি, এসব শব্দের মত করে)
- Hash sign (#): চাটাই চিহ্ন
- Homepage: নীড়পাতা; মূলপাতা
- Hypochondria: ব্যাধিকল্পনা
- Hypocrisy: ভন্ডামি; কুটিলতা; মোনাফেকী; প্রপঞ্চনা; কপটতা; কপটচারিতা
- Hypocrite: ভন্ড; মুখোশধারী; কুটিল; মোনাফেক; দ্বিমুখী; প্রপঞ্চ; কপট
I
- Idea: ভাবনা; বুদ্ধি; রূপচিন্তা (সুচিন্তা অর্থে এবং ফন্দির বিপরীত অর্থে)
- Iff = যদ্দি। (if = যদি)
- Improvisation: প্রদ্ভাবন
- Informal business: উপনিয়মিত ব্যবসা; অক্রমিক ব্যবসা
- Informal settlement: উপনিয়মিত বসতি; অক্রমিক বসতি; অকাঠমিক বসতি
- Ineternet: আন্তর্জাল
- Intellectual property: মেধাসত্ব
- Intimacy: একান্ততা
- Intranet: অন্তর্জাল
- Innovation: উদ্ভায়ন; উদ্ভাবনের রূপায়ন
- Invention: উদ্ভাবন
K
- Knowledge = জ্ঞান
- Knowledge base = জ্ঞানশালা; জ্ঞানশাল
L
- Learning curve: শেখাচিত্র
- License: সনদ
- Listeners: শ্রোতা; শ্রোতামন্ডলী
M
- Mirror: আয়না; দর্পণ; মুকুর
- Mission: (বিশেষ্য) রূপকৃতি; স্বপ্নকৃতি [টীকা:বিশেষ করে সাংগঠনিক পর্যায়ে mission এবং vision যুগপৎভাবে ব্যবহার হয় এরকম প্রেক্ষিত থেকে পরিভাষাগুলো বিবেচনা করা হয়েছে]
- Mobile phone: মুঠোফোন; ব্রাজকফোন
- Momentum: তোড়; পরিস্থিতি; ঠেলা; পালে হাওয়া; হাওয়া; গতিপ্রবাহ; গতিস্রোত
- Multiplier effect = (বিশেষ্য) গুণন প্রভাব
N
- Negative Charge: ঋণাধান
- Neutron: নিধান কনা; স্বাধীনকনা
- Non-fiction = বাস্তব কাহিনী; বাস্তবগল্প
- Note: চিরকুট
O
- Offline = নয়মান; অনাযুক্ত
- Online = হয়্মান; অধিযুক্ত
- Operation: পরিচালনা (এর আরো অর্থ আছে, যেমন: অস্ত্রোপ্রচার, কাজ অথবা গণিতে যোগ/বিয়োগ ইত্যাদি)
- Operational: পরিচালনাগত
- Outsource: বহিঃযোগান; বহিঃউত্সায়ন
- Overlap: অধিক্রমণ; অধিক্রম; প্রাবরণ; যুগপৎঘট; সমাংশ; অংশাবৃত
P
- Page: পাতা
- Patent: অধিসত্ব
- Phone: দূরালাপনি; দূরভাষ
- Photocopy: ছায়ালিপি; প্রতিচিত্র; প্রতিলিপি; আলোকলিপি
- Pin: এঁটে দেওয়া; আটানো
- Plurality: বহুবাচনিকতা; গণসংশ্লিষ্টতা; ভূমা
- Politics: শাসননীতি; গণনীতি; জননীতি; রাজনীতি; নাগরিকনীতি; কূটনীতি; দণ্ডনীতি; নয়জ্ঞান; নয়শাস্ত্র; নীতিজ্ঞান; রাজকৌশল
- Portrait: প্রতিকৃতি
- Positive Charge: ধনাধান
- Privacy: নিভৃতি
- Proton: ধনা কনা; যোগকনা
R
- Radio: বেতার
- Remote: দূর; দূরবর্তী; জনবিচ্ছিন্ন; প্রত্যন্ত; (বিশেষ্য) দূরনিয়ন্ত্রক
- Rhetoric: (বিশেষণ) আপ্তবাক্য; [এই ব্যবহারটা ইতিবাচক অর্থে]; বাগাড়ম্বর; [এই ব্যবহারটা নেতিবাচক অর্থে]
- Right approach: যথাপথ; সুপন্থা
- Roadmap: (বিশেষ্য) পথচিত্র; কর্মপথচিত্র; কর্মপরিকল্পনা; পথরেখা, পথনির্দেশ। [এই ব্যবহারটি প্রকল্প-ব্যবস্থাপনা সংক্রান্ত]
S
- Schadenfreude: পরকুশ্রীসুখ
- Secrecy: গোপনতা; গোপনীয়তা
- Selfie: স্ববি (স্বছবি); স্বম্ব (স্ববিম্ব)
- Share: সহভাগ সংশ্লিষ্ট টীকা: কোনকিছু কারো সাথে ভাগাভাগি করা, নিজের কাছে আছে এমন কিছু অন্য কাওকে দেখতে দেয়া, শুনতে দেয়া বা ব্যবহার করতে দেয়া এসবের সবকিছুর একটা সাধারণ অর্থ হিসেবে 'সহভাগ' করা অর্থ করা হচ্ছে। এছাড়াও share শব্দের পুজিবাজার সংক্রান্ত কিছু ব্যবহার আছে।
- Skim: চোখ বুলানো
- Smart phone: ধীফোন
- Smart watch: ধীঘড়ি; মনিফোন
সংশ্লিষ্ট টীকা: - 'মনি' কব্জির প্রতিশব্দ। - কব্জিফোন শব্দটা দিয়ে এমন একটা ফোন বুঝানো হচ্ছে যা ঘড়ির মত করে কব্জিতে পরা হয়। - ঘড়িফোন শব্দটা দিয়ে এমন একটা ঘড়ি বুঝানো হচ্ছে যা ফোন এর কাজও করে
- Social network: সামাজিক কর্মজাল; সামাজাল; সামাজিক মাধ্যম
- Softcopy: তড়িণ সংস্করণ
- Software = বোধপাতি (যন্ত্রপাতি, জিনিসপাতি, এসব শব্দের মত করে)
- Solar panel: সৌরগ্রাহক; সৌরপাট
- Status message: মানসবার্তা; মনচয়ন; মানসচয়ন; মনপ্রকাশ; মনাভাস; লেখা
- Steady-state: থিতু অবস্থা; থিতাবস্থা
- Stark: চাঁছাছোলা; আস্ত; বদ্ধ; নগ্ন।
Exacting: অতিনিয়মানুগ; অতিনিয়মি; নিয়মকঠোর; কড়া
- Strategic / strategical: কৌশলগত; অধিকৌশলি; অধিকৌশল্য
- Strategy: কৌশল; অধিকৌশল
- Syllabus: পাঠ্যসূচি
T
- Tactic: প্রয়োগ; উপায়
- Tactical: প্রায়োগিক; প্রয়োগগত; ঔপায়িক; উপায়্গত
- Technical: কারিগরীগত
- Technique: কারিগরী উপায়; কৃতকৌশল; বিশেষ উপায়; বিশেষ দক্ষতা
- Technological: প্রযুক্তিগত; প্রযুক্তিক
- Technology: প্রযুক্তি
- Thought: চিন্তা
- Trademark: পণ্যপ্রতীক; ব্যবসাপ্রতীক
- Traditional: লোকজ; আবহমান; ঐতিহ্যিক; ঐতিহ্যগত; গতানুগতিক; চিরাচরিত; প্রাকৃত; বনিয়াদি
- Transient-state: শুরুর ক্ষনস্থায়ী অবস্থা; ক্ষনাবস্থা; ক্ষনচর; অচির অবস্থা, অচিরাবস্থা; অনিত্যতা; অনিত্যাবস্থা
U
- Update: পরিমার্জন; হালনাগাদ
V
- Viewers: দর্শক; দর্শকমন্ডলী
- Vision: (বিশেষ্য) রূপকল্প; স্বপ্নকল্প; মনছবি, সংকল্প, হৃদয়ের স্বপ্ন [শেষের তিনটা শব্দ ব্যক্তির ক্ষেত্রে বেশি প্রযোজ্য, সংগঠনের ক্ষেত্রে নয়]
W
- Web address: আন্তর্জালে ঠিকানা; জালঠিকানা
- Web: আন্তর্জাল
- Website: জালনীড়
- Wheelchair: চাকাচেয়ার; চাকেদারা
- Wrong approach: ভ্রান্তপথ; বিপন্থা
Z
- Web: মাকড়জাল; লূতাজাল
- Webcam: মাকড়চোখ; লূতানয়নি
- Webpage: জালনীড়; মাকড়পাতা
- Whip: সচেতক
- Wireless: তারহীন; তারবিহীন; বেজাল; নিজাল
কিছু দ্ব্যর্থক পরিভাষা
- Penis - শিশ্ন
Gender - লিঙ্গ
Sex - যৌন্ (বি.), রমণ (ক্রি.) - Game - খেলা (বি.)
Play - খেলা (ক্রি.)
Sport’s - ক্রীড়া
আরো দেখুন
- রসায়ন সংক্রান্ত পরিভাষার তালিকা
- পদার্থবিজ্ঞান সংক্রান্ত পরিভাষার তালিকা
- গণিত সংক্রান্ত পরিভাষার তালিকা
- চিকিৎসা সংক্রান্ত পরিভাষার তালিকা
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.