বহিঃত্বক (প্রাণীবিজ্ঞান)
বহিঃত্বক হচ্ছে প্রাণীদেহের সবচেয়ে বাইরের অংশ যা বিশেষ কোষগুচ্ছ দ্বারা গঠিত। ইউমেটাজোয়ার ঊর্ধ্বে সকল প্রাণীর দেহ আবরণ হিসেবে বহিঃত্বক বিদ্যমান।[1][2] ইংরেজিতে একে এপিডার্মিস বা ইপিডার্মিস বলে। বহিঃত্বক সাধারণত এপিথেলিয়াম নাম কোষগুচ্ছ দ্বারা আবৃত।
বহিঃত্বক (Epidermis) ও অন্তঃত্বক (Dermis)
বহিঃত্বক প্রাণীভেদে একস্তর থেকে বহুস্তরের হতে পারে। কোন কোন প্রাণীর বহিঃত্বক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়, যেমন- সরীসৃপ। বিভিন্ন প্রাণীর বহিঃত্বক থেকে মিউকাস নিঃসৃত হয়। কোন কোন প্রাণীর বহিঃত্বক আবার পালক, আঁশ, লোম ইত্যাদি দ্বারা আবৃত থাকে।
তথ্যসৃত্র
- Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (২০০৪)। "Introduction to Metazoa"। Invertebrate Zoology (7 সংস্করণ)। Brooks / Cole। পৃষ্ঠা 59–60। আইএসবিএন 0-03-025982-7।
- Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (২০০৪)। "Introduction to Eumetazoa"। Invertebrate Zoology (7 সংস্করণ)। Brooks / Cole। পৃষ্ঠা 99–103। আইএসবিএন 0-03-025982-7।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.