বহিঃত্বক (প্রাণীবিজ্ঞান)

বহিঃত্বক হচ্ছে প্রাণীদেহের সবচেয়ে বাইরের অংশ যা বিশেষ কোষগুচ্ছ দ্বারা গঠিত। ইউমেটাজোয়ার ঊর্ধ্বে সকল প্রাণীর দেহ আবরণ হিসেবে বহিঃত্বক বিদ্যমান।[1][2] ইংরেজিতে একে এপিডার্মিস বা ইপিডার্মিস বলে। বহিঃত্বক সাধারণত এপিথেলিয়াম নাম কোষগুচ্ছ দ্বারা আবৃত।

বহিঃত্বক (Epidermis) ও অন্তঃত্বক (Dermis)

বহিঃত্বক প্রাণীভেদে একস্তর থেকে বহুস্তরের হতে পারে। কোন কোন প্রাণীর বহিঃত্বক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়, যেমন- সরীসৃপ। বিভিন্ন প্রাণীর বহিঃত্বক থেকে মিউকাস নিঃসৃত হয়। কোন কোন প্রাণীর বহিঃত্বক আবার পালক, আঁশ, লোম ইত্যাদি দ্বারা আবৃত থাকে।

তথ্যসৃত্র

  1. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (২০০৪)। "Introduction to Metazoa"। Invertebrate Zoology (7 সংস্করণ)। Brooks / Cole। পৃষ্ঠা 59–60। আইএসবিএন 0-03-025982-7।
  2. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (২০০৪)। "Introduction to Eumetazoa"। Invertebrate Zoology (7 সংস্করণ)। Brooks / Cole। পৃষ্ঠা 99–103। আইএসবিএন 0-03-025982-7।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.