বরফ

বরফ হলো পানির কঠিন রূপ।[1][2] প্রমাণ চাপে ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে পানি বরফে রূপান্তরিত হয়। বরফের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কম বলে বরফ পানিতে ভাসে।[3]

চিত্র

প্রাকৃতিকভাবে সৃষ্ট বরফের একটি টুকরো
তুষারফলক (বরফের ক্রিস্টাল) - আবিষ্কার করেছেন উইলসন বেন্টলি, ১৯০২ সালে
বরফ কল থেকে ঠেলায় করে মাছ সংরক্ষণের জন্য বরফ নিয়ে আসা হচ্ছে। কক্সবাজার, ২০১০
মাছ সংরক্ষণের জন্য বরফের চাঁই ভাঙ্গা হচেছ। কক্সবাজার, ২০১০

তথ্যসূত্র

  1. "Definition of ICE"www.merriam-webster.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৯
  2. "the definition of ice"www.dictionary.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৯
  3. Voitkovskii, K. F., Translation of: "The mechanical properties of ice" ("Mekhanicheskie svoistva l'da") (PDF) (ইংরেজি ভাষায়), Academy of Sciences (USSR), ১০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা (PDF)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.