ফ্রেন্ডস্টার

ফ্রেন্ডস্টার হল একটি মালয়েশিয়া নির্ভর সামাজিক গেমিং সাইট।এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।পূণঃরায় নির্মাণ করার আগে এটির মাধ্যমে ব্যবহারকারীরা বার্তা বিনিময় করতে পারতো।

ফ্রেন্ডস্টার
ব্যবসার প্রকারসামাজিক গেমিং
উপলব্ধEnglish,Fillipino,Persian,Chinese,Japanese,Korean
প্রতিষ্ঠা2002
সদরদপ্তরকুয়ালা লামপুর, মালয়েশিয়া
প্রতিষ্ঠাতা(গণ)MOL Global
প্রধান ব্যক্তিগণেশ কুমার বাঙাহ
স্লোগানLiving the game
ওয়েবসাইটwww.friendster.com
ব্যবহারকারী8.2 millions (June,2010)
বর্তমান অবস্থাবন্ধ (সামাজিক গেমিং সাইট হিসেবে)

ইতিহাস

ফ্রেন্ডস্টার একজন কানাডিয়ান কম্পিউটার প্রোগ্রামার ২০০২ সালে তৈরি করেছেন,যার নাম জনাথন আব্রামস[1]

আব্রামস এর ফ্রেন্ডস্টার তৈরির ধারণা পান বন্ধুর সাথে স্যান্টা ক্লারা থাকার সময়।তারা অফলাইন ও অনলাইন সমস্যা সম্পর্কে কথা বলছিলেন। ফ্রেন্ডস্টার শব্দটি মূলত ফ্রেন্ডন্যাপস্টার শব্দ দুটির মিলন।২০০২ সালে প্রতিষ্ঠিত হওয়ার কিছু মাসের মধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৩লাখ।

অর্থনৈতিক ইতিহাস

ফ্রেন্ডস্টার তৈরির জন্য মূলধন ছিল $১২ মিলিয়ন।[2]

২০০৩ সালে গুগুল এটিকে $৩০ মিলিয়ন দিয়ে কিনে নিতে চায়।তবে তারা তা বিক্রি করে না।

তথ্যসূত্র

  1. How to kill a great idea.
  2. Corporate inter face time-forbes.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.