ফ্রেডরিখ অগাস্ট কেকুল
ফ্রেডরকখ অগাস্ট কেকুল ভন স্ট্র্যাডোনিৎজ্ (৭ সেপ্টেম্বর ১৮২৯ – ১৩ জুলাই ১৮৯৬) ছিলেন একজন জার্মান রসায়নবিদ। ১৮৫০ থেকে তার মৃত্যু পর্যন্ত কেকুল ছিলেন ইউরোপের সবচেয়ে খ্যাতিমান রসায়নবিদদের একজন। বিশেষ করে তাত্ত্বিক রসায়নের ক্ষেত্রে, কেকুল ছিলেন রাসায়নিক সংকেতের প্রবক্তা।
ফ্রেডরিখ অগাস্ট কেকুল ভন স্ট্র্যাডোনিৎজ্ | |
---|---|
![]() ফ্রেডরিখ অগাস্ট কেকুল | |
জন্ম | ডার্মস্ট্যাড, জার্মানি | ৭ সেপ্টেম্বর ১৮২৯
মৃত্যু | ১৩ জুলাই ১৮৯৬ ৬৬) বন, জার্মানি | (বয়স
নাগরিকত্ব | জার্মান |
জাতীয়তা | জার্মান |
প্রতিষ্ঠান | হাইডেল্বার্গ বিশ্ববিদ্যালয় গেন্ট বিশ্ববিদ্যালয় বন বিশ্ববিদ্যালয় |
পিএইচডি ছাত্ররা | জ্যাকোবাস হেনরিকাস ভ্যান্ট হফ, হারম্যান এমিল ফিসার, অ্যাডোলফ ভন বায়ের, ঋচার্ড আনসুৎজ্ |
পরিচিতির কারণ | রাসায়নিক সংকেতের ধারণা কার্বনের ত্রিযোজ্যতা বেনজিনের ষড়ভূজীয় কাঠামো |
যাদের দ্বারা প্রভাবান্বিত | আলেকজান্ডার উইলিয়ামসন চার্লস্ গেরার্ড অগাস্ট লরেন্ট উইলিয়াম অডলিং |
বহিঃসংযোগ
- Kekulés Traum (কেকুলের স্বপ্ন - জার্মান ভাষায়)
- "কেকুল"-এর উচ্চারণ
- কেকুলঃ একজন বিজ্ঞানী এবং স্বাপ্নিক
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.