ফৌজিয়া হুদা জুঁই

ফৌজিয়া হুদা জুঁই (জন্ম ২১ ফেব্রুয়ারি, ১৯৮৫) একজন বাংলাদেশী অ্যাথলেটিক্স। ২০০০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি ১০০ মিটারে প্রতিযোগিতায় অংশ নেন।[1]

ফৌজিয়া হুদা জুঁই
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাবাংলাদেশী
জন্ম (1985-02-21) ২১ ফেব্রুয়ারি ১৯৮৫
ক্রীড়া
ক্রীড়াঅ্যাথলেটিক্স (দৌড়)
ঘটনাসমূহ১০০ মিটার

কর্মজীবন

১৯৯৮ সালে জুনিয়র মিটে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন ১০০ মিটার স্প্রিন্ট ও লং জাম্পে। ২০০০ সালের সাত জাতির আমন্ত্রণমূলক অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্ট জিতেন। ২০০৪ ইসলামাবাদ সাফ গেমস ও ২০০৬ কলম্বো সাফ গেমসে অংশগ্রহণ করেন।[2] বর্তমানে তিনি বিকেএসপির একমাত্র মহিলা পিএইচডি করা অ্যাথলেটিকস কোচ। যিনি আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক জিতেছেন।[3]

তথ্যসূত্র

  1. "Foujia Huda Olympic Results"। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৭
  2. "অতৃপ্ত স্বপ্নপূরণে কঠিন মিশনে জুঁই"। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮
  3. "পিএইচডির অপেক্ষায় জুঁই"। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.