ফিলিস্তিনের প্রদেশ
ফিলিস্তিনের প্রদেশসমূহ হল ফিলিস্তিন রাষ্ট্রের দুইটি ভূখণ্ডে অবস্থিত এলাকার প্রশাসনিক বিভাগ। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় মোট প্রদেশ আছে ষোলটি।
ফিলিস্তিনের প্রদেশসমূহ محافظات فلسطين (আরবি) | |
---|---|
অন্য নাম: মুহাফাজাহ | |
শ্রেণী | এককেন্দ্রিক রাষ্ট্র |
অবস্থান | ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষ |
সংখ্যা | ১৬ |
জনসংখ্যা | ৩১৬,৫৪১ (জেরিকো) – ৫৫১,১২৯ (হেবরন) |
আয়তন | ৩৪ বর্গকিলোমিটার (দেইর আল-বালাহ)-৬৫৮ বর্গকিলোমিটার (হেবরন) |
সরকার | প্রাদেশিক সরকার, রাষ্ট্রীয় সরকার |
বিভাগ | নগর, শহর, গ্রাম, পৌরসভা, শরণার্থী শিবির |
তালিকা
ভূখণ্ডের নাম | জনসংখ্যা (২০১২)[1] | আয়তন (বর্গকিলোমিটার) | ঘনত্ব |
---|---|---|---|
পশ্চিম তীর | ২৩,৪৫,১০৭ | ৫,৬৭১ | ৪১৩.৪৩ |
গাজা | ১৪,১৬,৫৩৯ | ৩৬০ | ৩,৯৩৪.৮৩ |
মোট | ৩৭,৬১,৬৪৬ | ৬,০২০ | ৬২৪.৮৬ |
পশ্চিম তীর

পশ্চিমতীরের প্রদেশসমূহ
প্রদেশের নাম[2] | জনসংখ্যা[2] | আয়তন (বর্গকিলোমিটার) |
---|---|---|
জেনিন | ২,৫৬,২১২ | ৫৮৩ |
তুবাস | ৪৮,৭৭১ | ৩৭২ |
তুলকার্ম | ১,৫৮,২১৩ | ২৩৯ |
নাবলুস | ৩,২১,৪৯৩ | ৫৯২ |
কালকিলিয়া | ৯১,০৪৬ | ১৬৪ |
সালফিত | ৫৯,৪৬৪ | ১৯১ |
রামাল্লাহ ও আল-বিরেহ | ২,৭৮,০১৮ | ৮৪৪ |
জেরিকো | ৪১,৭২৪ | ৬০৮ |
জেরুজালেম গভর্নর (ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম সহ) | ৩,৬২,৫২১ | ৩৪৪ |
বেথেলহাম | ১,৭৬,৫১৫ | ৬৪৪ |
হেবরন | ৫,৫১,১২৯ | ১,০৬০ |
মোট | ২৩,৪৫,১০৭ | ৫,৬৭১ |
তথ্যসূত্র
- "Archived copy"। ২০১৪-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৮।
- "Occupied Palestinian Territory: Administrative units"। GeoHive। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১২।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.