ফিলিপ অ্যাবট

ফিলিপ অ্যাবট (ইংরেজি: Philip Abbott) (মার্চ ২১, ১৯২৩- ১৯৯৮ ফেব্রুয়ারি ২৩)[1] একজন আমেরিকান চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

ফিলিপ অ্যাবট
ফিলিপ (১৯৫৮)
জন্মমার্চ ২১, ১৯২৩
নেব্রাস্কা ইউ এস এ
মৃত্যু২৩ ফেব্রুয়ারি ১৯৯৮(1998-02-23) (বয়স ৭৪)
টারজানা, ক্যালিফর্নিয়া
মৃত্যুর কারণক্যান্সার
সমাধিলস এঞ্জেলেস, ক্যালিফর্নিয়া
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৫২-১৯৫৮
দাম্পত্য সঙ্গীজেন ডুফরায়েন

প্রাথমিক জীবন

মিরাকেল অব দি হোয়াইট স্ট্যালিয়ন্স (১৯৬৩)সহ পঞ্চাশ ও ষাটের দশকে বেশ কয়েকটি চলচিত্রে ফিলিপ সহকারী অভিনেতা হিসেবে অভিনয় করেন। তিনি ১৯৫২ থেকে ১৯৯৫ সাল পযর্ন্ত প্রায় একশতাধিক বিভিন্ন টেলিভিশন সিরিজে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকেন।[2] তিনি দি এফ বি আই (১৯৬৫), জেনারেল হসপিটাল (১৯৬৩), সু্ইট বার্ড অব ইয়ুথ (১৯৬২)সহ বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন সিরিজের পরিচালক ছিলেন।[3]

পারিবারিক জীবন

ফিলিপ জেন ডুফরায়েন নামক এক অভিনেত্রী সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিনটি সন্তান ছিলঃ ডেভিট অ্যাবট, নেলসন অ্যাবট ও ডেনিজ অ্যাবট।

মৃত্যু

১৯৯৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ফিলিপ পরলোক গমন করেন।[4]

তথ্যসূত্র

  1. "Philip Abbott Biography"www.imdb.com
  2. "PHILIP ABBOTT BIO"www.in.com। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫
  3. "Mini Bio"www.imdb.com
  4. "Philip Abbott Death"www.findagrave.com

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.