ফারাহ গজনবী

ফারাহ গজনবী একজন বাংলাদেশী লেখিকা, উন্নয়ন কর্মী, সাংবাদক এবং অনুবাদ কর্মী।[1]

ফারাহ গজনবী
Farah Ghuznavi
ফারাহ গজনবী
জন্মকুয়াট্রিনা ফারাহ গজনবী
পেশালেখিকা, উন্নয়ন কর্মী, সাংবাদক এবং অনুবাদ কর্মী
ভাষাইংরেজি, বাংলা
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষালন্ডন স্কুল অব ইকোনমিকস
শিক্ষা প্রতিষ্ঠানহলি ক্রস স্কুল, ঢাকা
উল্লেখযোগ্য পুরস্কারকমনওয়েলথ ছোট গল্প প্রতিযোগিতা ২০১০; অক্সফোর্ড জেন্ডার সমতা উৎসবের ছোটগল্প প্রতিযোগিতা ২০১১, কমনওয়েলথ রাইটার্স সঙ্গে রেসিডেন্স লেখক ২০১৩
ওয়েবসাইট
farahghuznavi.com

শিক্ষা জীবন

তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পড়াশোনা করেন।[1] গজনবী গ্রামীন ব্যংক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী, খৃস্টান এইড, এবং অন্যন্য বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বাংলাদেশের দি স্টার নামক পত্রিকার নিয়মিত অবদানকারী।

উল্লেখযোগ্য কাজ

তার গল্প সংকলন ও সাহিত্য ম্যাগাজিন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও বাংলাদেশে প্রকাশিত একটি সংখ্যা আছে। তিনি ভারতে প্রকাশিত দি লাইন অ্যনথোলজির সম্পাদক ছিলেন.[1] তার গল্প একটা সংকলন ফ্র্যগমেন্ট অব রিভারসং ২০১৩ সালে প্রকাশিত হয়।[2] ফারাহ গজনবী তার গল্প গুলো ইংরেজি ভাষায় লিখেন।[2]

অর্জন

তার গল্প "জাজমেন্ট ডে" (বিচারের দিন) অত্যন্ত প্রশংসা করা হয় ২০১০ সালের কমনওয়েলথ ছোট গল্প প্রতিযোগিতায়। তার আরেকটি গল্প "গেটিং দেয়ার" অক্সফোর্ড জেন্ডার সমতা উৎসবের ছোটগল্প প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে।

তথ্যসূত্র

  1. Ghuznavi, Farah (২০১৪)। "About the Editor"Lifelines: New Writings from Bangladesh (ইংরেজি ভাষায়)। আইএসবিএন 9383074213।
  2. Sharma, Kumar (নভেম্বর ২, ২০১৩)। "Sculpting language"Kathmandu Post (ইংরেজি ভাষায়)। ডিসেম্বর ২৮, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৭, ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.