ফারহানা মিলি

ফারহানা মিলি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। [1]

ফারহানা মিলি
পেশাঅভিনেত্রী

কর্মজীবন

ধারাবাহিক নাটক জুট জামেলা তে অংশগ্রহণ করে তার অভিনয় কর্মজীবন শুরু করেন।[1] মনপুরা চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।[2]‘মনপুরা’ ছবিতে কাজ করার আগেও ফারহানা মিলি বাংলা টিভি নাটকে অভিনয় করেছেন। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট নাটকে মিলি অভিনয় করছেন।

ব্যক্তিগত জীবন

মিলি ২০১১ সালে ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলামকে বিয়ে করেন। তার একটি ছেলে সন্তান রয়েছে।[3]

তথ্যসূত্র

  1. Shah Alam Shazu (সেপ্টেম্বর ৪, ২০১০)। "New horizons for Farhana Mili"The Daily Star। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০১৫
  2. "Monpura screened in Australia"The Daily Star। আগস্ট ১৪, ২০০৯। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০১৫
  3. "মা হলেন ফারহানা মিলি"Prothom Alo। নভেম্বর ২৫, ২০১২। নভেম্বর ২৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.