ফাইনাল কাট প্রো

ফাইনাল কাট প্রো (ইংরেজি: Final Cut Pro) প্রথমে ম্যাক্রোমিডিয়া ইনকর্পোরেটেড ও পরবর্তীতে অ্যাপল ইনকর্পোরেটেড ডেভলপকৃত নন-লিনিয়ার ভিডিও এডিটিং সফটওয়্যার। সাম্প্রতিকতম সংস্করণ ফাইনাল কাট প্রো এক্স ১০.৪.৩ ম্যাক ওএস হাই সিয়েরা বা পরের সংস্করণ চালিত ইনটেল-ভিত্তিক ম্যাক কম্পিউটারে চলে। এ সফটওয়্যার ব্যবহারকারীকে ভিডিওকে হার্ডড্রাইভে (ইন্টারনাল বা এক্সটারনাল) লগ বা ট্রান্সফার করার সুযোগ দেয়, যেখানে এটি এডিট, প্রসেস বা একাধিক ফরম্যাটে আউটপুট করা যায়। অ্যাপল ২০১১ সালে পরিপূর্ণভাবে পুনর্লিখিত ফাইনাল কাট প্রো এক্স আনে।

ফাইনাল কাট প্রো
উন্নয়নকারীঅ্যাপল ইনকর্পোরেটেড
প্রাথমিক সংস্করণজুলাই ২৩, ২০০৯
স্থায়ী মুক্তি১০.৪.৩ / ২১ জুন ২০১৮ (2018-06-21)
লেখা হয়েছেকোকোয়া
অপারেটিং সিস্টেমম্যাক ওএস
আকার৩ জিবি
ধরণভিডিও এডিটিং সফটওয়্যার
লাইসেন্সবাণিজ্যিক মালিকানাধীন
ওয়েবসাইটম্যাক%20এপ%20স্টোর

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.