ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদ

ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ (আরবি: فيصل بن تركي بن عبد الله آل سعود) (১৭৮৫–১৮৬৫) ছিলেন দ্বিতীয় সৌদি রাষ্ট্রের দ্বিতীয় শাসক। তিনি তুর্কি বিন আবদুল্লাহর পুত্র ছিলে।

ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদ
ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন সৌদ
অভিজাতবর্গআল সৌদ

শাসনকাল

ইমাম ফয়সাল ১৮৩৪ থেকে ১৮৩৮ সাল পর্যন্ত শাসন করেছেন। এরপর উসমানীয়রা তাকে নির্বাসন দেয়। ১৮৪৩ সালে তিনি ক্ষমতা পুনরুদ্ধারে সক্ষম হন এবং ১৮৬৫ সাল পর্যন্ত শাসন করেন।

তথ্যসূত্র

পূর্বসূরী
তুর্কি বিন আবদুল্লাহ
আল সৌদ
১৮৩৪–১৮৬৫
উত্তরসূরী
আবদুর রহমান বিন ফয়সাল


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.