ফজলে রাব্বী (ফুটবলার)

ফজলে রাব্বী একজন বাংলাদেশী রক্ষণভাগের ফুটবল খেলোয়াড়। তিনি বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেন।[1]

ফজলে রাব্বী
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-05-16) ১৬ মে ১৯৯৬
জন্ম স্থান বাংলাদেশ
মাঠে অবস্থান রক্ষণভাগ
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র
জার্সি নম্বর ১৬
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৩– শেখ রাসেল ক্রীড়া চক্র ২১ (৩)
জাতীয় দল
২০১৬– বাংলাদেশ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২০ জানুয়ারি ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২০ জানুয়ারি ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসূত্র

  1. "Bangladesh – F. Rabbi – Profile with news, career statistics and history – Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.