প্রুশিয়া
প্রুশিয়া (জার্মান: ; ল্যাটিন: Borussia, Prutenia; লাটভিয়ান: Prūsija; লিথুয়ানিয়ান: Prūsija; পোলীয়: Prusy; পুরাতন প্রুশিয়: Prūsa) অতি সাম্প্রতিককালের একটি ঐতিহাসিক রাষ্ট্র যা ব্রান্ডেনবার্গ অঞ্চলে গড়ে উঠছিল। এই অঞ্চলটি জার্মান এবং ইউরোপীয় ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিলো। প্রুশিয়ার শেষ রাজধানী ছিল বার্লিন।
.svg.png)
.png)
"প্রুশিয়া" শব্দটি পুরাতন প্রুশিয় ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে যার সাথে লিথুয়ানিয়া এবং লাটভিয়া সহ অন্যান্য বাল্টিক রাষ্ট্রের জনগোষ্ঠীর মেলবন্ধন ছিল। পরবর্তীতে প্রুশিয়া টিউটোনিক নাইটদের দ্বারা অধিকৃত হয় এবং আরও পরে একসময় জার্মানকরণের মাধ্যমে আধুনিক জার্মানির অন্তর্ভুক্ত হয়। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে প্রুশিয়া ইউরোপের একটি বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তখন এই সাম্রাজ্যের রাজা ছিলেন ফ্রেডেরিক ২ (১৭৪০ - ১৭৮৬)। ঊনবিংশ শতাব্দীতে চ্যান্সেলর অটো ফন বিসমার্ক সমগ্র জার্মান জাতি অধ্যুষিত অঞ্চলকে এক করার কথা বলেন এবং এর মাধ্যমে সংকুচিত জার্মানি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই সংকুচিত জার্মানি থেকে অস্ট্রিয় সম্রাজ্যকে বাদ দেয়া হয়।
প্রুশিয়ান সম্রাজ্য জার্মানির উত্তরাংশকে রাজনীতি, অর্থনীতি, জনসংখ্যা ইত্যাদি সব দিক দিয়েই ব্যাপকভাবে প্রভাবান্বিত করেছিল। ১৮৬৭ সালে যখন উত্তর জার্মান কনফেডারেশন গঠিত হয় তখন প্রুশিয়াই ছিল এর মূল শক্তি। এই কনফেডারেশনটিই ১৮৭১ সালে জার্মান সম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় যার অপর নাম ছিল Deutsches Reich।
প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে হোহেনজোলেন রাজত্বের অবসান হলে পর ১৯১৯ সালে প্রুশিয়া উইমার প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত হয়। ১৯৩৪ সালে নাজিদের মাধ্যমে প্রুশিয়া দেশটি বিলুপ্ত হয় এবং ১৯৪৫ সালে মিত্রশক্তি দ্বারা আবারও দেশ হিসেবে এর স্বকীয়তা কেড়ে নেয়া হয়। তখন থেকেই প্রুশিয়া একটি সংস্কৃতি হিসেবে টিকে আছে। বর্তমানকালেও প্রুশিয়ান গুণ নামে একটি নৈতিক শব্দ প্রচলিত আছে যার অর্থ সঠিক সংগঠন, আত্মত্যাগ, আইনের শাসন, আনুগত্য, নির্ভরশীলতা, সংযম, বিনয় এবং অধ্যাবসায়।
প্রতীকসমূহ
জনসংখ্যা ও ভৌগোলিক বৈশিষ্ট্য
আদি ইতিহাস
প্রুশিয় সাম্রাজ্য
নেপোলিয়ানের যুদ্ধ
একত্রিকরণের যুদ্ধ
স্ক্লেসভিগ যুদ্ধ
অস্ট্রো-প্রুশিয় যুদ্ধ
ফ্রাঙ্কো-প্রুশিয় যুদ্ধ
জার্মান সাম্রাজ্য
উইমার প্রজাতন্ত্রে স্বাধীন রাষ্ট্র প্রুশিয়া
প্রুশিয়ার বিলুপ্তি
আরও দেখুন
- প্রুশিয় জনগোষ্ঠী
- পুরাতন প্রুশিয় ভাষা
- প্রুশিয় সম্রাজ্য
- জার্মান সম্রাজ্য
- স্বাধীন রাষ্ট্র প্রুশিয়া
- ব্রান্ডেনবার্গ ও প্রুশিয়ার শাসকদের তালিকা
বহিঃসংযোগ
- Preussen.de
- পূর্ব ও পশ্চিম প্রুশিয়া গেজেটিয়ার
- 1570 জার্মানি ও প্রুশিয়ার মানচিত্র
- ১৫৯৮ সালের পোমেরানিয়া ও প্রুশিয়ার মানচিত্র
- ১৬৬০ সালে প্রুশিয়ার মানচিত্র
- প্রুশিয় প্রদেশসমূহের মানচিত্র
- Partial ১৫৯৪ সালে প্রুশিয়ার মানচিত্র
- ১৬২৯ সালে প্রুশিয়ার আংশিক মানচিত্র
- প্রুশিয়ার পুরাতন মানচিত্র
- পূর্ব প্রুশিয়ার মানচিত্র
- প্রুশিয় সেনাবাহিনী
- প্রুশিয় ভাষা আলোচনা ফোরাম
- প্রুশিয় সম্রাজ্য: সাংবিধানিক সনদ
- ১৮৪৮ সালের সাংবিধানিক সনদ
- ছবি সংগ্রহ