প্রিটোরিয়া
প্রিটোরিয়া (ইংরেজি: Pretoria) হলো দক্ষিণ অাফ্রিকার গুটেং প্রদেশের উত্তরাঞ্চলের একটি শহর। এটি এপিজ নদী অতিক্রম করে এবং ম্যাগালিজবার্গ পর্বতমালার পাদদেশে পূর্বদিকে বিস্তৃত হয়েছে। দক্ষিণ অাফ্রিকার তিনটি রাজধানীর মধ্যে একটি হলো প্রিটোরিয়া। এখানে সরকারের প্রশাসনিক শাখাগুলো এবং দক্ষিণ অাফ্রিকার বিদেশী দূতাবাসগুলো অবস্থিত। অন্যদিকে কেপ টাউন হলো অাইন বিভাগীয় রাঝধানী এবং ব্লুমফন্টেন হলো বিচার বিভাগীয় রাজধানী। প্রিটোরিয়াতে তিনটি বিশ্ববিদ্যালয় এবং পূর্ব শহরতলিতে একটি বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সিএসঅাইঅার) রয়েছে। ফলে একাডেমিক শহর হিসেবে এর বেশ খ্যাতি রয়েছে। এই শহরটি দক্ষিণ অাফ্রিকান ব্যুরো অব স্ট্যান্ডার্ড কেও হোস্ট করে, যার ফলে শহরটি গবেষণার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
প্রিটোরিয়া | |||
---|---|---|---|
![]() উপরের বামদিক হতে ঘড়ির কাটার দিকে: প্রিটোরিয়া সিবিডি স্কাইলাইন, ভুরট্রেক্কের স্মৃতিস্তম্ভ , চার্চ স্কয়ার, বিচারপতির প্রাসাদ, লফটাস ভার্সফেল্ড স্টেডিয়াম, প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং ইউনিয়ন ভবনগুলোর সম্মুখ প্রান্ত। | |||
| |||
ডাকনাম: Jacaranda City, PTA (abbreviation) | |||
নীতিবাক্য: Præstantia Prævaleat Prætoria (May Pretoria Be Pre-eminent In Excellence) | |||
স্থানাঙ্ক: ২৫°৪৪′৪৬″ দক্ষিণ ২৮°১১′১৭″ পূর্ব | |||
প্রদেশ | গুটেং | ||
প্রতিষ্ঠা করেন | Marthinus Wessel Pretorius | ||
সরকার | |||
• ধরন | Metropolitan municipality | ||
• মেয়র | সলি সিমাঙ্গা (DA) | ||
আয়তন | |||
• মহানগর | ৬২৯৮ কিমি২ (২৪৩২ বর্গমাইল) | ||
উচ্চতা | ১৩৩৯ মিটার (৪৩৯৩ ফুট) | ||
জনসংখ্যা (১৬১৯৪৩৮ ২০১১) | |||
• মহানগর[1] | ২৯,২১,৪৮৮ | ||
• মহানগর জনঘনত্ব | ৪৬০/কিমি২ (১২০০/বর্গমাইল) | ||
এলাকা কোড | ০১২ | ||
HDI | বৃদ্ধি 0.75 High (2012)[2] | ||
GDP | US$75.6 billion[3] | ||
GDP per capita | US$ 23,108[3] | ||
ওয়েবসাইট | tshwane.gov.za |
বুৎপত্তি
ইতিহাস
প্রাক-আধুনিক যুগ
প্রশাসনিক কার্যক্রম
পরিবেশ ও প্রকৃতি
শিক্ষাব্যাবস্থা
জলবায়ু
সংস্কৃতি
জনগোষ্ঠীসমূহ
জনগোষ্ঠী | জনসংখ্যা ২০০১ | ২০০১% | জনসংখ্যা ২০১১ | ২০১১% |
---|---|---|---|---|
সাদা | ৩৫৫,৬৩১ | ৬৭.৭% | ৩৮৯,০২২ | ৫২.৫% |
কালো অাফ্রিকান | ১২৮,৭৯১ | ২৪.৫% | ৩১১,১৪৯ | ৪২.০% |
মিশ্রবর্ণ | ৩২,৭২৭ | ৬.২% | ১৮,৫১৪ | ২.৫% |
ভারতীয় এবং এশীয় | ৮,২৩৮ | ১.৬% | ১৪,২৯৮ | ১.৯% |
অন্যান্য | - | - | ৮,৬৬৭ | ১.২% |
মোট | ৫২৫,৩৮৭ | ১০০% | ৭৪১,৬৫১ | ১০০% |
যোগাযোগব্যাবস্থা

প্রিটোরিয়ার রাস্তার সাইন
গওট্রেন

দ্য ব্লু ট্রেন
অর্থনৈতিক গুরুত্ব
অন্যান্য
তথ্যসূত্র
- "Gauteng's Human Development Index" (PDF)। Gauteng City-Region Observatory। ২০১৩। পৃষ্ঠা 1। ১১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫।
- "Global city GDP 2011"। Brookings Institution। ৪ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.