প্রাক-ইতিহাস
প্রাক-ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগ (ইংরেজি: Prehistory) লিখিত ইতিহাসের পূর্ববর্তী কালসমূহের ইতিহাসকে বোঝায়। ফরাসি প্রত্নতাত্ত্বিক পল তুর্নাল দক্ষিণ ফ্রান্সের গুহায় পাওয়া নিদর্শনগুলি বর্ণনা করতে গিয়ে প্রথম Pré-historique (প্রে-ইস্তোরিক) পরিভাষাটি ব্যবহার করেন। ১৮৩০ খ্রিষ্টাব্দের সময়কালে পরিভাষাটি লিখিত ইতিহাসের পূর্ববর্তী ইতিহাস নির্দেশ করতে ফ্রান্সে ব্যবহার হওয়া শুরু হয়। ১৮৫১ খ্রিষ্টাব্দে ড্যানিয়েল উইলসন এটি ইংরেজি ভাষায় উপস্থাপন করেন।

নব্যপ্রস্তর যুগে নির্মিত ইংল্যান্ডের স্টোনহেঞ্জ
মানব ইতিহাস এবং প্রাগঐতিহাসিক |
---|
↑ before Homo (Pliocene epoch) |
Prehistory (three-age system) |
|
Recorded history |
|
↓ Future |
প্রাক-ইতিহাস মহাবিশ্বের জন্মাবধি বিস্তৃত বলে কল্পনা করে নেওয়া যায়। তবে পরিভাষাটি মূলত পৃথিবীতে প্রাণের আবির্ভাবের পরবর্তী ইতিহাসের বর্ণনা দিতেই ব্যবহার করা হয়। ডাইনোসরদের প্রাগৈতিহাসিক জন্তু এবং গুহামানবদের প্রাগৈতিহাসিক মানুষ হিসেবে ডাকা যায়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- Submerged Landscapes Archaeological Network
- The Neanderthal site at Veldwezelt-Hezerwater, Belgium.
- North Pacific Prehistory is an academic journal specialising in Northeast Asian and North American archaeology.
- Prehistory in Algeria and in Morocco
- Early Humans a collection of resources for students from the Courtenay Middle School Library.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.