প্রবীর ঘোষ
প্রবীর ঘোষ (জন্ম ১ মার্চ, ১৯৪৫) কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি। প্রতিষ্ঠাতা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতিরও এখনো সভাপতি আছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির। [2] বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে প্রবীর ঘোষ যে কোনো ধরনের অলৌকিক শক্তির প্রমাণ প্রদানকারীকে ৫০,০০০ ভারতীয় রুপি প্রদানের ঘোষণা দিয়েছেন। তিনি বেশকিছু জ্যোতিষবিদ ও অলৌকিক শক্তি অধিকারী বলে দাবি কৃত ব্যক্তিদের প্রচারণার অসারতা প্রমাণ করেছেন। যার মধ্যকার কয়েকটি ঘটনা নিয়ে চ্যানেল ফোর 'Guru Busters' নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে।
প্রবীর ঘোষ | |
---|---|
![]() কলকাতার বইমেলায় প্রবীর ঘোষ | |
জন্ম | ১ মার্চ ১৯৪৬ |
পেশা | লেখক[1] |
ওয়েবসাইট | http://www.prabirghosh.com/ http://srai.org |
বাঙলায় লিখিত বই
তিনি যুক্তিবাদ প্রসার সহায়ক ও অলৌকিকতা বিরোধী একাধিক গ্রন্থের লেখক। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে:
- অলৌকিক নয় লৌকিক( ৫ খন্ডে সমাপ্ত),
- জ্যোতিষীর কফিনে শেষ পেরেক,
- মনের নিয়ন্ত্রণ যোগ ও মেডিটেসান
- সংস্কৃতিঃ সংঘর্ষ ও নির্মাণ,
- আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না,
- পিংকি ও অলৌকিক বাবা,
- অলৌকিক রহস্য জালে পিংকি,
- ধর্ম-সেবা-সম্মোহন,
- গোলটেবিলে সাফ জবাব ইত্যাদি।
ইংরেজিতে লিখিত প্রধান বইসমূহ
- Paranormal Exposed! (অস্বাভাবিকতা উন্মচিত!)
- God Does Not Exist (ইশ্বরের অস্তিত্ব নেই')
তথ্যসূত্র
- "Some legislators are close to Satyananda"। The Week। Malayala Manorama Group। ২০০৫-০৪-১৭। ২০০৬-১২-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১৯।
- Luto, Irena (২০০৫-০৮-০৪)। "Debating Teresa's legacy to Calcutta"। BBC News। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.