প্রথম জোইলোস দিকাইওস
প্রথম জোইলোস দিকাইওস (গ্রিক: Ζωίλος Α΄ ὁ Δίκαιος) একজন ইন্দো-গ্রিক রাজা ছিলেন, যিনি ১৫০ অথবা ১৩০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৩৫ অথবা ১২০ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত পারোপামিসাদাই ও আরাখোশিয়া অঞ্চল শাসন করেন।
প্রথম জোইলোস দিকাইওস | |
---|---|
ইন্দো-গ্রিক রাজা | |
![]() প্রথম জোইলোস দিকাইওসের মুদ্রা | |
রাজত্বকাল | ১৫০/১৩০ খ্রিস্টপূর্বাব্দ - ১৩৫/১২০ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | প্রথম মেনান্দ্রোস সোতের |
উত্তরসূরি | লুসিয়াস আনিকেতোস |
রাজত্বকাল
অসমুন্ড বোপেয়ারাচ্চির মতে, প্রথম জোইলোস দিকাইওস ১৩০ খ্রিস্টপূর্বাব্দ ১২০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন।[1][2] যেহেতু প্রথম জোইলোস দিকাইওসের মুদ্রার ওপর প্রথম মেনান্দ্রোস সোতের নিজের নাম উৎকীর্ণ করেন বলে প্রমাণ পাওয়া গেছে, তাই সিনিয়রের মতে তার রাজত্বকাল প্রথম মেনান্দ্রোস সোতেরের সময় শুরু হয়। সিনিয়র তার রাজত্বকাল ১৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৩৫ খ্রিস্টপূর্বাব্দ বলে মনে করেছেন।[3]
মুদ্রা
প্রথম জোইলোস দিকাইওস প্রচলিত রৌপ্যমুদ্রাগুলিতে মুকুট পরিহিত হেরাক্লিসের দণ্ডায়মান চিত্র মুদ্রিত রয়েছে, যার বাম হাতে সিংহের চামড়া ও গদা রয়েছে ও অপর পিঠে নিজের প্রতিকৃতি রয়েছে। কয়রকটি মুদ্রায় পালি ভাষায় খরোষ্ঠী লিপিতে ধার্মিকস কথাটি উৎকীর্ণ রয়েছে। তার ব্রোঞ্জ নির্মিত মুদ্রাগুলি চতুর্ভুজাকৃতি বিশিষ্ট এবং সেখানে হেরাক্লিসের হাতে গদার সাথে সিথিয়দের হ্রস্বাকৃতি তূণীরের চিত্র রয়েছে।
তথ্যসূত্র
![]() |
উইকিমিডিয়া কমন্সে প্রথম জোইলোস দিকাইওস সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- "Monnaies Gréco-Bactriennes et Indo-Grecques, Catalogue Raisonné", Osmund Bopearachchi, 1991, Bibliothèque Nationale de France, আইএসবিএন ২-৭১৭৭-১৮২৫-৭.
- Sylloge Nummorum Graecorum O. Bopearachchi, Graeco-Bactrian and Indo-Greek Coins. The Collection of the American Numismatic Society, Part 9, New York, 1998, 94 p., 76 pl.
- Senior R.C., MacDonald, D.: The Decline of the Indo-Greeks, Monographs of the Hellenic Numismatic Society, Athens (1998)
প্রথম জোইলোস দিকাইওস ইন্দো-গ্রিক রাজ্য | ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী প্রথম মেনান্দ্রোস সোতের |
ইন্দো-গ্রিক শাসক (পারোপামিসাদাই, আরাখোশিয়া) ?১৫০/১৩০ খ্রিস্টপূর্বাব্দ - ?১৩৫/১২০ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী লুসিয়াস আনিকেতোস |